ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২০২৫ সালটাকে মনে রাখা হবে নারী শক্তির উত্থান হিসেবে। এতদিন দেশের পুরুষ দল বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও মহিলা দলের কাছে তা অধরাই ছিল। তবে এবছর বিশ্বজয় করে সাড়া ফেলেছেন হরমনপ্রীত, স্মৃতি, জেমাইমা, রিচারা।
তবে শুধু ক্রিকেট নয়, ভারতের ক্রীড়াপ্রেমীরা আরও বিভিন্ন কারণে মনে রাখবে ২০২৫-কে। বছরের শুরু থেকে শেষ অবধি সাফল্যের পাতায় চোখ রাখলে দেখা যাবে খেলার ময়দানে দাপট দেখিয়েছে ভারতের অনেক খেলোয়াড়। ক্রিকেট থেকে ফুটবল, শুটিং থেকে দাবা – প্রায় সব ক্ষেত্রেই জয়গান গাওয়া হয়েছে ভারতের জন্য।
আরও পড়ুন: ৫৬ বলে সেঞ্চুরি! বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে তাণ্ডব KKR তারকার
দেখুন আরও খবর: