অরিন্দম, শঙ্কর এবং শুভমদের দায়িত্বে এবার চেলসির প্রাক্তন গোলকিপার কোচ| রবিবারই মানোলো দিয়াজের গলোরক্ষকদের তৈরির করার কোচ বেছে নিল এসসি ইস্টবেঙ্গল কর্তারা| একবছরের জন্য লাল-হলুদ শিবিরের গোলকিপার কোচ হলন লেসলি ক্লিভলি|
ইংলিশ প্রিমিয়ার লিগে উল্লেখযোগ্য নাম গুলোর মধ্যে অন্যতম তিনি| চেলসির ইপিএল চ্যাম্পিয়ন হওয়া যেমন দেখেছেন, তেমনই তাঁর হাত দিয়ে উঠে এসেছেন পেত চেক, ভ্যান্ডারসারের মতো গোলকিপাররা|
ফাউলারের পরিবর্ত ইস্টবেঙ্গলে এবার এসেছেন স্প্যানিশ কোচ| সেই ব্যপারে যেমন চমক দেখিয়েছিল ইস্টবেঙ্গল| তেমনই তাঁর সহকারী বাছার ব্যপারেও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন লাল-হলুদ কর্তারা|
ক্রিস্টাল সিটি থেকে টটেনহ্যাম হটস্পার| এরপরই চেলসির অ্যাকাডেমির গোলকিপার কোচ| ভ্যান্ডার সার থেকে পেত চেকদের তৈরি করেছেন এই কোচ| ইপিএলের বহু অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে|
অরিন্দম, শঙ্করদের তৈরি করতে সেই সমস্ত অভিজ্ঞতা নিয়েই এবার ইস্টবেঙ্গল হাজির প্রাক্তন এই চেলসি কোচ| শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন তিনি| গতবার ইস্টবেঙ্গলের ডিফেন্স, ফরোয়ার্ডের সঙ্গে গোলকিপিংয়েও বহু সমস্যা দেখা গিয়েছিল| তাই আর কোনও ঝুঁকি নয়| এবার অভিজ্ঞ লেসলির হাতেই দায়িত্ব তুলে দিল লাল-হলুদ কর্তারা|
ইতিমধ্যেই শঙ্কর, অরিন্দমদের নিয়ে অঙ্ক কষা হয়ে গিয়েছে| সময় নষ্ট করতে চাননা তিনি| ভারতে পা না রাখলেও, লাল-হলুদের দেশিয় গোলরক্ষকদের কেমনভাবে তৈরি করতে হবে, তার খসড়াও তৈরি লেসলির|
তিনি জানান, ‘বিশ্বের বিভিন্ন দেশের গোলকিপিং কোচের দায়িত্ব সামলিয়েছি| ইস্টবেঙ্গলের কথা জেনেই এখানে যোগ দিয়েছি| সেন্টিমেন্টটা আমি বুঝি| ইতিমধ্যেই আমাদের দলের গোলকিপারদের নিয়ে প্ল্যানিও তৈরি করে ফেলেছি’|
শীঘ্রই লাল-হলুদ শিবিরে যোগ দেবেন তিনি| এখন শুধুই ইস্টবেঙ্গলের মাঠে নামার অপেক্ষা|