দুবাই: হাঁটুতে চোট৷ আইপিএলের মাঝপথ থেকেই দেশে ফিরে এলেন কুলদীপ যাদব৷ এবারের মতো নাইটদের জার্সিতে আইপিএলের মঞ্চে নামার আশা শেষ ভারতের চায়নাম্যান স্পিনারের৷
আইপিএলে একসময় নাইট শিবিরের অটোমেটিক চয়েস ছিলেন কুলদীপ যাদব৷ কিন্তু গত মরশুম থেকেই তাঁর পারফরম্যান্সের গ্রাফ নীচের দিকে৷ বল হাতে নাইট জার্সিতে একেবারেই সফল ছিলেন না তিনি৷
আইপিএলের নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়ার কথাও শোনা গিয়েছিল৷ যদিও কেকেআর ফ্র্যাঞ্চাইজি অবশ্য সেই পথে হাঁটেনি৷ এই মরশুমেও কুলদীপকে রেখেই দল তৈরি করেছিল কলকাতা নাইটরাইডার্স৷
সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে আইপিএল শুরুর আগেই অবশ্য দলে সুযোগ পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুলদীপ যাদব৷ কিন্তু হাঁটুর চোটটাই তাঁর সমস্ত আশা শেষ করে দিল৷
অনুশীলনের সময়ই হাঁটুতে চোট পান তিনি৷ দুবাইয়েই শুরু হয় চিকিৎসা৷ কিন্তু পুরোপুরি সেরে উঠতে অনেকটাই সময় লাগবে এই চায়নাম্যান বোলারের৷ আর সেজন্যই দেশে ফিরে এলেন কুলদীপ যাদব৷ আপাতত এখানেই চলবে তাঁর রিহ্যাবিলেশন৷