দুবাই: কোহলি, রোহিতের পর এবার ধোনি| আইপিএলের দুই তারকাকে হারানো হয়ে গিয়েছে| রবিবার ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কি আইপিএলে জয়ের হ্যাটট্রিক করতে পারবে কলকাতা নাইট রাইডার্স| রবিবাসরীয় বিকেলে সেই লক্ষ্যেই নামছে ইয়ন মর্গ্যানের নাইট বাহিনী|
প্লে অফের আশা জাগিয়ে রাখতে হলে দ্বিতীয় পর্বে অন্তত পাঁচটা ম্যাচ জিততেই হবে নাইট শিবিরকে| যার মধ্যে ইতিমধ্যেই দুটো ম্যাচ জেতা হয়ে গিয়েছে| কিন্তু রবিবারের ম্যাচটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাইট শিবিরের সামনে| কারণ প্রতিপক্ষ শিবিরের অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি| যাঁর ক্ষুরধার মস্তিষ্ক যেকোনও সময় খেলার রং বদলে দিতে পারে|
পরপর দুটো ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে নাইট শিবির| নজর কেড়েছেন এবারই অভিষেক হওয়া ভেঙ্কটেশ আইয়ার| যে ওপেনিং নিয়ে এতদিন চিন্তা ছিল, সেই জায়গাতে শক্তি বাড়িয়েছে নাইট রাইডার্স| সেইসঙ্গে বোলাররাও ছন্দে রয়েছেন|
পরপর দু ম্যাচে ব্যালান্সড পারফরম্যান্সের ঝলক দেখা গিয়েছে নাইটদের থেকে| ধোনির বিরুদ্ধে নামার আগেও সেই পারফরম্যান্সের ওপরই জোর দিচ্ছেন ইয়ন মর্গ্যানরা| ব্যাটিংয়ে যেমন নাইটদের আত্মবিশ্বাস যোগাচ্ছেন আইয়ার, রাহুল ত্রিপাঠি, গিল এবং রাসেলরা|
তেমনই বোলিংয়ে ছন্দে রয়েছেন লোকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং প্রসিদ্ধ কৃষ্ণারা| গত ম্যাচে উইকেট পেয়েছেন সুনীল নারিনও| আর সেগুলোই এখন নাইটদের স্বস্তিতে রাখছে|
প্রতিপক্ষ শিবিরের দুর্বলতা নিয়ে নাইট শিবিরে চলছে কাটা-ছেঁড়া| ধোনির দলেও রয়েছেন ডুপ্লেসি, জাদেজা, অম্বাতি রায়াডুদের মতো তারকারা| আর ক্যাপ্টেন কুল তো রয়েছেনই| তাই আত্মবিশ্বাসের পাশাপাশি অতি সাবধানীও নাইট শিবির|
এখনও পর্যন্ত দুই দল মোট ২৪বার মুখোমুখি হয়েছে| যার মধ্যে ১৫ বারই জিতেছে চেন্নাই সুপার কিংস| নাইটরা জিতেছেন মাত্র ৮ বার| সেই পরিসংখ্যান যেমন মাথায় রয়েছে, তেমনই এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষেও রয়েছে চেন্নাই সুপার কিংস|
নাইটরা উঠে এসেছে চার নম্বরে| পরপর দু ম্যাচে রান না পেলেও, এই ম্যাচে রানে ফিরতে চান ইয়ন মর্গ্যান| ম্যাচের আগের দিন অবশ্য হাল্কা মেজাজেই রয়েছেন নাইটরা| নির্ধারিত নেট সেশনের থেকে পুল সেশনেই বেশিক্ষণ সময় কাটিয়েছেন নারিন, শুভমন গিলরা|
ধোনিদের বিরুদ্ধে নামার আগে উইনিং কম্বিনেশন বদলের কোনও সম্ভাবনা নেই নাইট শিবিরে| মর্গ্যানদের চোখ এখন ধোনিকে হারিয়ে আরও ওপরে ওঠার|