বাংলার ঝুলনের নতুন কীর্তি| সব ধরণের ক্রিকেটে ৬০০টি উইকেটের মালিক হলেন ঝুলন গোস্বামী| অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে প্রথম ম্যাচ জিতল ভারতীয় মহিলা দল| সেই মঞ্চেই নতুন রেকর্ডের মালিক চাকদা এক্সপ্রেস|
অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজ আগেই হেরে গিয়েছে ভারত| রবিবার ছিল সম্মান রক্ষার লড়াই| সেই ম্যাচেই প্রথম জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেটাররা| আর সেখানেই দুরন্ত বোলিং ঝুলন গোস্বামীর|
১০ ওভারে দিলেন মাত্র ৩৭ রান| উইকেট পেলেন ৩টি| ভারতের হয়ে তিনিই সর্বোচ্চ উইকেট পান এদিন| আর সেইসঙ্গেই নতুন রেকর্ডের মালিকও হয়ে যান বাংলার ঝুলন|
কেরিয়ারের ৬০০ উইকেট নেওয়ার থেকে মাত্র দু উইকেট পিছনে ছিলেন ঝুলন গোস্বামী| অজি ওপেনার রেচেল হেইন্সকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাপটা এগোন তিনি| এরপরই অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে ফিরিয়ে ৬০০ উইকেটের মাইলস্টোন গড়েন ঝুলন গোস্বামী|
Milestone Alert?: #TeamIndia stalwart @JhulanG10 has now completed 600 career wickets.? #AUSvIND https://t.co/2QvSIEWMAk pic.twitter.com/lJOErMGq0e
— BCCI Women (@BCCIWomen) September 26, 2021
টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন| কিন্তু ঝুলন গোস্বামী যে এখনও বাইশগজে আগুন ঝড়াতে পারেন তা আরও একবার বুঝিয়ে দিলেন| একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত তিনিই শীর্ষে রয়েছেন| ২৪০টি উইকেট রয়েছে একদিনের ক্রিকেটে|
টি টোয়েন্টি ক্রিকেটে পেয়েছেন ৫৬টি উইকেট এবং টেস্টে ঝুলনের ঝুলিতে রয়েছে ৪১টি উইকেট| আর ঘরোয়া ক্রিকেটে ঝুলন গোস্বামীর শিকার ২৬৪টি উইকেট| সব মিলিয়ে এদিনই ৬০০ উইকেটের মালিক হলেন বাংলার ঝুলন| তাঁকে ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল|