Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৯ মে ২০২৫ |
K:T:V Clock
INDW vs AUSW: শেষ বলে ম্যাচ জিতে টানা জয়ের রেকর্ড অজিদের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৬:১৬ এম
  • / ২২৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিজয় রথ থামানোর নজির ভারতীয় ক্রিকেট দলের এর আগেও আছে। নেতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল একবার করে দেখিয়েছিল।

শুক্রবার আবারও অস্ট্রেলিয়ার বিজয়রথের চাকা থামিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ভারতের মহিলা ক্রিকেট দলের সামনে। তবে সেই কাজে ব্যর্থ হলেন মিতালি – ঝুলনরা।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচটি খেলতে নামেছিল ভারতীয় মহিলা দল। আর প্রথম ম্যাচে হারতে হয়েছিল মিতালি রাজদের। সিরিজের প্রথম একদিনের ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল টানা ২৫টি ওয়ান ডে ম্যাচ জেতার নজির গড়ে নিয়ে ছিল। আর শুক্রবার আরও একটা ম্যাচ জিতে একটানা সবথেকে বেশি ওয়ান ডে জেতার রেকর্ডকে আরও এগিয়ে নিয়ে গেল তারা।

কিন্তু শুক্রবার সেই বিজয়রথের চাকা থামিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ভারতের মহিলা ক্রিকেট দলের সামনে। ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে ভারত। জবাবে ম্যাচের শেষ বলে নিজেদের জয়ের লক্ষ্যে পৌঁছতে পারে অস্ট্রেলিয়া।

ম্যাচে একটা সময় অস্ট্রেলিয়াকে এক বলে তিন রান করতে হত । কিন্তু ঝুলন গোস্বমীর শেষ ওভারে সেই রান তুলে নেয় টিম অস্ট্রেলিয়া। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা । শেষ ওভারে দুরন্ত ব্যাটিং করে জয়ের অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে চললো অস্ট্রেলিয়ার মেয়েরা।

টানটান উত্তেজনায় ঠাসা এই রুদ্ধশ্বাস ম্যাচটিতে একটা সময় মনে হয়েছিল ম্যাচ জিতে নিতে পারবে ভারত। কিন্তু তা করে দেখাতে ব্যর্থ হন ঝুলনরা। প্রাক্তন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ঝুলন নিজের শেষ ওভারে ১৩ রান দিয়ে ফেললেন ।

শুক্রবার হ্যারুপ পার্ক, ম্যাকেতে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৪ রান তোলে ভারতের মহিলা দল। এটাই ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রানের ইনিংস।

ভারতীয় ব্যাটিং পর্ব শেষে অনেকেই ভেবেছিলেন যে এই ম্যাচ হয়তো জিতে যাবে ভারত। অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দেবেন মিতালিরা। কিন্তু বিধি বাম, ম্যাচের শেষ ওভারে একটি নো বলের খেসারত দিতে হল ভারতকে। জেতা ম্যাচ মাঠে ছেড়ে ফিরতে হল ঝুলনদের।

আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মূল কৃতিত্ব ছিল স্মৃতি মান্ধানার। তাঁর ৯৪ বলে ৮৬ রানের দারুণ ইনিংসের সঙ্গে নিচের দিকের ব্যাটাররাও আপ্রাণ চেষ্টা চালান। শেফালি ভার্মার সঙ্গে ওপেনিং জুটিতে ৭৪ রান যোগ করেছিলেন মান্ধানা। সেটা মেলে মাত্র ১১.১ ওভারেই। মিডল অর্ডারে অধিনায়ক মিতালি রাজ (৮) ও জস্তিকা ভাটিয়া (৩) ব্যর্থ হলেও বাংলার উত্তরবঙ্গের মেয়ে রিচা ঘোষ (৪৪), দীপ্তির (২৩) পর ভাস্ত্রকার (২৯) ও ঝুলন (অপরাজিত ২৮) ৭ উইকেটে ২৭৪ রানে পৌঁছে দেয় ভারতকে।

পর পর ম্যাচ জয়ের ধারা ধরে রাখতে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৭৫ রান। তবে শুরুতে ঝুলন ও মেঘনা সিংয়ের সুইংয়ের দাপটে বেকায়দায় পড়েছিল ইংল্যান্ড ব্যাটাররা । ইনিংসের তৃতীয় বলেই ঝুলন বোল্ড আউট করেন অ্যালিসা হিলিকে। ষষ্ঠ ওভারে মেঘনার বল তুলে মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক মেগ ল্যানিং। মাঝে এলিস পেরির রান-আউটের পর পূজা ভাস্ত্রকারের বলে অ্যাশলি গার্ডনার আউট হলে অস্ট্রেলিয়া একটা সময় ৫২ রানে হারায় চতুর্থ উইকেট খুয়ে কোণঠাসা হয়ে যায়।

এই ম্যাচের আগে যে টানা ২৫ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, সে ম্যাচগুলোর কোনোটিতেই এত কম রানের ভেতর প্রথম ৪ ব্যাটার ফিরতে হয়নি। তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে অজিরা। তবে রুখে দাঁড়ান মুনি। সঙ্গে পান টালিয়া ম্যাকগ্রাকে। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করলেন ১২৬ রান। ৭৭ বলে ৯ টি বাউন্ডারিতে ৭৪ রানের ইনিংসের পর ম্যাকগ্রাকে ফেরান দীপ্তি শর্মা। তাঁর বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন । জয় থেকে অজিরা তখনও ৯৭ রান দূরে।

দমে যাননি মুনি। আর তাঁকে সঙ্গ দিলেন নিকোলা ক্যারি। শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৮৭ রান। ৪২তম ওভারে ভাস্ত্রাকারকে তিনটি বাউন্ডারি মেরে ব্যবধান একটু নেন মুনি। ৪৬ তম ওভারে ১১৭টি বল খেলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন মুনি। তখনও ম্যাচে লাগাম ছিল ভারতের হাতে। শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৩ রান। ওভার পিছু ১১ রান দরকার। পুনম যাদব ও রাজেশ্বরী গায়কোয়াড় মিলে পরের ২ ওভারে দিলেন ২০ রান। এরপরই শেষ ওভারটি করতে আসেন অভিজ্ঞ ঝুলন।

শেষ বিতর্কিত ওভার:

এই ওভারে দরকার ছিল চোয়াল শক্ত করে লড়াইয়ের। কিন্তু প্রথম ২ বলে চাপের মুখে ভারতের ঢিলেঢালা ফিল্ডিংয়ের জন্য মুনি আর ক্যারি তুললেন ৫ রান। তৃতীয় বলে ঝুলন করলেন ফুলটস, নো-বল। তা হলেও সেই বলে রান নিতে পারলেন না ক্যারি। পরের ৩ বলে দুটি লেগবাই আর দু’ রানের দৌলতে এল ৪ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান।

এরপর ঝুলনের বলে চালিয়ে খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন ক্যারি।
নিজেদের দেশের মাটিতে হারতে ভুলে যাওয়া অজিদের বিপক্ষে জয়! আনন্দে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটারদের।

এমন অবস্থায় হঠাৎ নতুন উত্তেজনা। ক্যাচ দিয়ে হতাশ হয়ে উইকেটের মাঝে দাঁড়িয়ে থাকা দুই অজি ব্যাটার ছুটলেন নিজ নিজ প্রান্তে।

শেষ বলটি ঝুলন ফুলটস করেছিলেন। বেশ কয়েকবার রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার সে ফুলটস বলটিকে নো বলে করে দেন। শুরু হল – বিতর্ক। অস্ট্রেলিয়ান ব্যাটারদের প্রান্ত বদলের ফলে রান হয়েছে কি না, তা নিয়ে তর্ক। শেষ পর্যন্ত রান দেওয়া হয়নি। শেষ বলে তাই অস্ট্রেলিয়ার দরকার ছিল ২ রান। ঝুলনের ফুল লেংথের বলটা মিড উইকেটে ঠেলেই, দৌড়ে ২ রান নিলেন ক্যারি। অস্ট্রেলিয়া জিতল টানা ২৬তম ম্যাচ!

ছবি: সৌ-টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সমস্ত রাজ্যকে জরুরী নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের, কী নির্দেশ?
শুক্রবার, ৯ মে, ২০২৫
সারা-সিদ্ধান্ত চতুর্বেদি নতুন সম্পর্কের গুঞ্জন! বলিউড অভিষেক নিয়ে কি জানালেন শচীন-কন্যা!
শুক্রবার, ৯ মে, ২০২৫
তুরস্কের ড্রোন দিয়ে হামলা পাকিস্তানের
শুক্রবার, ৯ মে, ২০২৫
৪৮ ঘণ্টায় পাকিস্তানের ৬০০টি ড্রোন ধ্বংস করল ভারত
শুক্রবার, ৯ মে, ২০২৫
দেশে সরকারি হিসেবের থেকে কোভিডে মৃত্যু বহুগুণ বেশি! 
শুক্রবার, ৯ মে, ২০২৫
এখন মহিলা সেনাকর্মীদের পাশে দাঁড়ানোর সময়: সুপ্রিম কোর্ট
শুক্রবার, ৯ মে, ২০২৫
টেরিটোরিয়াল আর্মিকে ব্যবহারে সেনা প্রধানকে বিশেষ ক্ষমতা
শুক্রবার, ৯ মে, ২০২৫
‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন RSS প্রধান
শুক্রবার, ৯ মে, ২০২৫
দিল্লির সব হাসপাতালের ছাদে রেড ক্রস
শুক্রবার, ৯ মে, ২০২৫
উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ, এবার কী পদক্ষেপ নেবে ভারত?
শুক্রবার, ৯ মে, ২০২৫
এক সপ্তাহ পরেই শুরু হবে আইপিএল? জানুন বড় আপডেট
শুক্রবার, ৯ মে, ২০২৫
ভারত-পাকিস্তান যুদ্ধের অশান্তিতে অরিজিৎ সিং কি সিদ্ধান্ত নিলেন!
শুক্রবার, ৯ মে, ২০২৫
ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা জয়শংকরের
শুক্রবার, ৯ মে, ২০২৫
কলকাতা বিমানবন্দরেও জারি হাই অ্যালার্ট
শুক্রবার, ৯ মে, ২০২৫
ভারত পাক উত্তেজনার আবহে রাজস্থানে সন্দেহজনক বস্তু
শুক্রবার, ৯ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team