২০২২ এর গ্রীষ্মেই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট| সরকারীভাবে এখনও ঘোষণা না হলেও, নতুন বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলতে নাামবেন বিরাট কোহলিরা| তবে সেটা ওল্ড ট্র্যাফোর্ডের বাতিল টেস্ট নাকি নতুন একটি টেস্টের সিরিজ তা এখনও নিশ্চিত নয়| তাই ম্যাচের কথা জানা গেলেও, পুরোপুরি কাটছে না ধোঁয়াশা|
রবি শাস্ত্রীর পর বিরাটদের শিবিরের সহকারী ফিজিও করোনায় আক্রান্ত হন| ম্যাচের আগের দিন তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর আসতেই, শুরু হয়ে গিয়েছিল জল্পনা| শেষপর্যন্ত ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করারই সিদ্ধান্ত নেয় দুই বোর্ডের কর্তারা| সিরিজে ভারত এগিয়ে ছিল ২-১-এ| কিন্তু সিরিজ কে জিতল, তা ঘোষণা করা হয়নি|
তখনই অবশ্য জানানো হয়েছিল পরে খেলা হতে পারে ভারত বনাম ইংল্যান্ড ম্যাঞ্চেস্টার টেস্ট| যদিও কখন হবে তা কিছু জানানো হয়নি| সবকিছু ঠিকঠাক চললে নতুন বছরেই হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড একটি টেস্ট|
England and India have confirmed plans to play a Test in England, in the summer of 2022
It has not been confirmed whether the match will be a standalone game or complete the series that started in August this year
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 25, 2021
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফর রয়েছে ভারতের| টি টোয়েন্টি ও একদিনের ম্যাচ খেলবেন রোহিত শর্মারা| সময় বের করে সেই সময়ই হয়ত হবে একটি টেস্টও| কিন্তু এই ম্যাচই কি অগস্ট সিরিজের নির্ণায়ক টেস্ট| নাকি শুধুমাত্র একটি টেস্টের সিরিজ| তেমন হলে এই সিরিজের ফল কি হবে, তা নিয়ে প্রশ্ন কিছুতেই কাটছে না|
ভারতের বিরুদ্ধে টেস্ট বাতিল হওয়ার পরই বড়সর লোকসানের মুখে পড়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড| টিকিটের মূল্য থেকে টিভি স্বত্ত্ব সব কিছু মিলিয়েই বহু টাকা লোকসান হয়েছিল ইসিবির|
ম্যাচ বাতিল হওয়ার পর থেকেই দুই বোর্ডের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল| সেখানে ইসিবি এই লোকসানের কথাও বোর্ডের কাছে জানিয়েওছিল| দীর্ঘ কথাবার্তার পর ২০২২ সালেই দুই দেশের মধ্যে একটি টেস্ট খেলার সিদ্ধান্ত হয়েছে| এখন এটাই দেখার এটি শুধুমাত্র একটি টেস্ট নাকি অগস্টের অমীমাংসিত সিরিজের নির্ণায়ক ম্যাচ|