চিয়াং মাই: শেষরক্ষা হল না। ফিফা (FIFA) র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ইরাকের (Iraq) বিরুদ্ধে দু’ বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে হারতে হল ভারতকে (India)। ৯০ মিনিট শেষ খেলার ফলাফল ছিল ২-২। এরপর টাইব্রেকারের প্রথম শট মিস করেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। বাকি চারটে শট ভারত গোলে রাখলেও লাভ হয়নি, কারণ ইরাকের খেলোয়াড়ররা পাঁচটা শটেই গোল করেছেন।
কিংস কাপের এই ম্যাচে হারার জন্য সবথেকে বেশি দায়ী দুর্ভাগ্য এবং কিছুটা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। ইরাকি স্ট্রাইকার আইমেন গাধবানকে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ম্যাচের তখন প্রায় ৮০ মিনিট এবং স্কোরলাইন ভারতের পক্ষে ২-১। এক তো রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, দ্বিতীয়ত গুরপ্রীতের উচিত ছিল এগিয়ে এসে বল ক্লিয়ার করা। ছ’ গজ বক্সের মধ্যে ক্রস আসছে আর তাঁর মতো দীর্ঘদেহী গোলকিপার আউটিং করলেন না কেন বোঝা গেল না।
আরও পড়ুন: আমাকে ভালোবাসলে মেসিকে ঘৃণা করার দরকার নেই, ভক্তদের বার্তা রোনাল্ডোর
টাইব্রেকারের সময়েও ভারতীয় গোলকিপারকে কেমন নিষ্প্রভ দেখাল। প্রতিপক্ষের খেলোয়াড়দের মানসিকভাবে চাপে ফেলতে এখনকার গোলকিপাররা নানান অঙ্গভঙ্গি করেন। গুরপ্রীত সেসব তো করলেনই না, বরং জড়োসড়ো দেখাল তাঁকে। গোলকিপার সুলভ এনার্জিই ছিল না তাঁর মধ্যে।
India vs Iraq#IRQIND #Indian pic.twitter.com/zjvwWVZuz9
— RVCJ Media (@RVCJ_FB) September 7, 2023
ম্যাচের শুরুটা ভালো করেছিল ভারত। অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিরুদ্ধে আক্রমণে যাচ্ছিল। ১৭ মিনিটের মাথায় সাহাল সামাদের সুন্দর পাসে দুরন্ত গোল করেন নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। ১১ মিনিট পরেই সমতা ফেরায় ইরাক। বক্সের মধ্যে বল হাতে লাগিয়ে ফেলেন সন্দেশ ঝিঙ্গন (Sandesh Jhingan)। তাঁকে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টি দেন রেফারি। ১-১ করেন আলি আল-হামাদি।
দ্বিতীয়ার্ধে ভাগ্যের সাহায্যে আবার এগিয়ে যায় ভারত। মনবীরকে ডান প্রান্তে বল বাড়িয়েছিলেন সাহাল, মনবীর তা বক্সের মধ্যে স্কোয়্যার পাস করেন। সেই গড়ানে বল ধরতে গিয়ে অদ্ভুতভাবে নিজের গোলে ঢুকিয়ে দেন ইরাকের গোলকিপার তথা অধিনায়ক। ম্যাচের শেষদিকে ফের পেনাল্টির সাহায্যে ২-২ করে ইরাক।