লিডসঃ পূর্বাভাসটা আগেই পাওয়া গিয়েছিল| হলও তাই| লিডসে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৭৬ রানে হার ভারতের| দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে শেষ হয় গেল ভারত| সিরিজ ১-১|
লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনই ব্যাটিং ধস নেমেছিল ভারতের| বোলিংয়েও ইংল্যান্ডর সামনে তেমনভাবে প্রতোরোধ তৈরি করতে পারেননি সামি, সিরাজ এবং ঈশান্তরা| ভারতের সামনে রানের পাহাড় তৈরি করে ব্রিটিশরা|
সেই চ্যালেঞ্জটাই সামাল জিতে পারল না বিরাটের টিম ইন্ডিয়া| রানের পাহাড় টপকাতে ব্যর্থ তারা| তৃতীয় টেস্টে বিশ্রী হার ভারতের|
ইংল্যান্ডের ৩৫৪ রানের লিডের জবাবে তৃতীয় দিন পাল্টা লড়াইটা অবশ্য ভালভাবেই শুরু করেছিল ভারতীয় ব্যাটসম্যানরা| রোহিত ৫৯ রানে ফিরে গিয়েছিলেন| তবে ভারতীয়দের মনে আশা জাগিয়ে রেখেছিলেন বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা|
The winning moment!! ?https://t.co/UakxjzUrcE
??????? #ENGvIND ?? pic.twitter.com/zHsifDHw7q
— England Cricket (@englandcricket) August 28, 2021
তৃতীয় দিন দু উইকেটে ভারতের রান ছিল ২১৫| ক্রিজে ৯১ রানে অপরাজিত ছিলেন পুজারা| বিরাট দাঁড়িয়েছিলেন ৪৫ রানে| ভরসা যোগাচ্ছিলেন এই দুজনই| চতুর্থ দিনে তাদের থেকেই একটা বড় পার্টনরশিপের অপেক্ষায় ছিলেন সকলে|
কিন্তু হল না| চতুর্থ দিনের শুরুতে ফের ব্রিটিশ বোলারদের দাপট| এক রানও যোগ করতে পারেননি পুজারা| ৯১ রানেই সাজঘরে ফেরেন তিনি| বিরাটের দিকে তাকিয়ে তখন সকলে| অর্ধশতরান করেন তিনি| কিন্তু শেষরক্ষা করতে পারেননি| ৫৫ রানে রবিনসনের বলেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে| সেইসঙ্গেই ভারতের ঘুরে দাঁড়ানোর সমস্ত আশা শেষ|
এরপর ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানেরা ক্রিজে ছিলেন ক্ষণিকের অতিথি| মাথা তুলে দাঁড়াতেই পারেননি তারা| পন্থ ফেরেন ১ রানে এবং রাহানের রান ১০| শেষ মুহূর্তে ইনিংসে হার বাঁচানোর চেষ্টা চালালেও পারেননি রবীন্দ্র জাদেজা| ২৫ রানে বাটলারের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও|
লর্ডস টেস্টে দুরন্ত জয় এলেও, লিডসেই ধসে পড়ল ভারত| চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার ফের এক নিদর্শন রাখল টিম ইন্ডিয়া| সিরিজ ১-১|