‘গুলাবি’ভীতি ছড়ালে কী হবে-সারা বছর জুড়ে ওড়িশা তথা ভুবনেশ্বরের মনে খুশিই থাকবে। কারণ একটাই-হকি। ইন্টারন্যাশানাল হকি ফেডারেশন (FIH)ভুবনেশ্বরকে বেছে নিল পুরুষদের জুনিয়র হকি বিশ্ব কাপের আয়োজক কেন্দ্র রূপে। ২০১৮ সালে সাফল্যের সঙ্গে পুরুষদের বিশ্ব কাপ আয়োজন করার পর বিশ্ব হকি সংস্থা ভারত তথা ভুবনেশ্বরকেই বেছে নিয়েছে। এবছর ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর এই টুর্নামেন্টটি হবে।
আরও পড়ুন: Covid-19: বিভিন্ন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে হকি অস্ট্রেলিয়া
ষোল দলের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা–ভারত, কোরিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইজিপ্ট, বেলজিয়াম, ইংল্যান্ড,ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চিলি, আর্জেন্টিনা এবং পাকিস্তান। যদিও পাকিস্তান নিয়ে দুই দেশের সরকার চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি।
বছরের বিভিন্ন সময় ঝড়-ঝাপটা-সাইক্লোন বয়ে যায় সমুদ্র উপকূলবর্তী এই রাজ্যের উপর দিয়ে। কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামকে অক্ষত রাখার সব ব্যবস্থা করে রাখতে এখনও পর্যন্ত সফল রাজ্য প্রশাসন।
Earlier today, Bhubaneswar was announced as the host of the 2021 FIH Hockey Men's Junior World Cup. USA and Canada will join the event in Bhubaneswar. #RisingStars
More details here ?
— International Hockey Federation (@FIH_Hockey) September 23, 2021
শুধু পুরুষদের জুনিয়র হকি বিশ্ব কাপই নয়, তারপর ২০২৩ সালের পুরুষদের বিশ্ব কাপ আয়োজন করার দরবার করা হয়েছে বিশ্ব হকি সংস্থার (FIH)কাছে। এবছরের পুরুষদের জুনিয়র হকি বিশ্ব কাপের আয়োজক হতে সম্মতি জানানোর সঙ্গে সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ২০২৩ সালের বিশ্ব কাপ আয়োজন করার আর্জি জানিয়ে রেখেছেন। বড়দের বিশ্ব কাপ আয়োজন করার জন্য ভুবনেশ্বরের সঙ্গে ভাবা হচ্ছে রৌরকেলাকেও।
আরও পড়ুন: Hockey India: লক্ষ্য বিশ্বের এক নম্বর হওয়া : শামশের
পুরুষদের জুনিয়র হকি বিশ্ব কাপের লোগো ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে। এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২১ বয়সের খেলোয়াড়রা অংশ নেন। ২০১৬-তে এই টুর্নামেন্টটি ভারতেই হয়েছিল। সেবার ভারত ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে খেতাব জিতেছিল।
ছবি: সৌ-টুইটার