কলকাতা: সোমবার বিকেলে কলকাতায় এসে পৌঁছন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। তাঁকে গিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা তিলত্তমা জুড়ে। ২ দিনের কলকাতা (Kolkata) সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এই প্রথম কলকাতায় পা রাখেন তিনি। আর কলকাতায় কোনও বিদেশি ফুটবলার এলে তাঁর পাতে বাঙালি খাবার থাকবে না, তেমনটা কখনও হয়নি। সূত্রের খবর, তাঁরে এই সফরে পাতে থাকবে বেশকিছু বাঙালি খাবার।
দেখে নেওয়া যাক সেগুলি কী কী-
পানীয়র মধ্যে এমির জন্য থাকছে, কাঁচা আমের সরবত। গরমের মধ্যে বিভিন্ন স্যালাডও থাকছে তাঁর জন্য। রয়েছে গ্রিন স্যালাড, তেমনই থাকছে কর্ন-ক্যাপসিকাম স্যালাড। রয়েছে কিমা মটন টার্ট, অনিয়ন বেল পেপার টার্ট, আলু পোস্ত ক্যানাপি, মালাই মুর্গ ভুট্টা ক্যানাপি। মেইন কোর্সে রয়েছে, ভাত, বাসমতি পোলাও, লুচি, ছোলার ডাল, ভাজা মশলা আলু দম, ঝুরি আলু ভাজা, ধোকার ডালনা, পটল দোলমা, ডাব চিংড়ি, ইলিশ পাতুরি, চিতল মুইঠা, সপ্তপদীর অভিনব মাংস, কাঁচা লঙ্কার মুর্গি।
আরও পড়ুন: HC | Recruitment Corruption | চাকরি দেওয়ার নামে তোলাবাজি, অভিযুক্ত হাইকোর্ট কর্মী
শেষপাতে থাকছে, আমের চাটনি, খেজুর ও আমসত্ত্ব চাটনি, পাঁপড়, রসগোল্লা, পান্তুয়া, মিষ্টি দই, লিচু-লঙ্কার পায়েস ও সবশেষে থাকছে পান। কলকাতায় এমির জন্য যে খাবারের একাধিক বিকল্প থাকবে, এমনটাই স্বাভাবিক।