অপেক্ষার অবসান| ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটডের জার্সিতে প্রস্তুতিতে নেমে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| নির্ধারিত সময়ের একদিন আগেই রেড ডেভিলস শিবিরে সি আর সেভেন|
পর্তুগালের হয়ে বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ খেলার পরই পরিবার নিয় ম্যাঞ্চেস্টারের উদ্দেশে রওনা দেন তিনি| পৌঁছলেও মাঠে তখনই মাঠে নামত পারেননি রোনাল্ডো| ইংল্যান্ড সরকারের নিয়ম অনুযায়ী অন্তত পাঁচদিন কোয়ারেন্টাইন থাকতে হবে তাঁকে|
কোয়ারেন্টাইন শেষ| শোনা যাচ্ছিল বুধবার থেকেই প্রস্তুতিতে নামবেন তিনি| কিন্তু ১২ বছর পর ম্যাঞ্চেস্টারে প্রত্যাবর্তনের পর আর ধৈর্য ধরে রাখতে পারেননি তিনি| মঙ্গলবারই ক্লাবে পৌঁছে যান ওলে গানার সোলসকারের সঙ্গে দেখা করতে| একদা সতীর্থ সোলসকার এখন তাঁর কোচ|
First day back ?
? @Cristiano ?#MUFC | #UnitedOnTikTok pic.twitter.com/vVT3NGoxQD
— Manchester United (@ManUtd) September 7, 2021
নানান আলোচনা সেরে, মঙ্গলবার থেকেই রেড ডভিলসদের প্রস্তুতিতে নেমে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| শোনাযাচ্ছে আগামা ১১ সেপ্টেম্বর নিউ ক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধেই তাঁর অভিষেক হতে পারে| রোনাল্ডোও হয়ত তাই চান| সেজন্যই তো সময় নষ্ট করতে চাননা আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা|
জুভেন্তাস থেকে বহু নাটকের পর দু বছরের চুক্তিতে ফের ম্যাঞ্চেস্টারে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| রেড ডেভিলস জার্সিতে নতুন ইতিহাস লিখতে চান তিনি| সাত নম্বর জার্সি পরে এখন শুধুই তাঁর ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে নামার অপেক্ষা|