কলকাতা: অন্ধকারে সবাই দৃষ্টিহীন, কিন্তু এই গল্পটা এমন একজনের যার দৃষ্টিই অন্ধকার। এই গল্পটা এমন একজন গোয়েন্দার যাঁর সত্যি দেখার জন্য চোখের প্রয়োজন নেই। রুমির গল্প নিয়ে আসছে ভিকি জাহেদ (Vicky Zahed) পরিচালিত সিরিজ ‘রুমি’। নাম ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। সোমবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল রুমির ট্রেলার (Rumi: Official Trailer)।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
এই গল্প এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন ডিপার্টমেন্টের অত্যন্ত দক্ষ এই অফিসার। সেই সময়ে এক খুনের ঘটনার তদন্ত করছিলেন তিনি। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভূত নানান স্বপ্ন দেখতে শুরু করেন রুমি। রুমি স্বপ্নে একটি মেয়েকে দেখেন, যাঁকে বাস্তবে কোনওদিন দেখেননি তিনি। এই মেয়েটা আসলে কে? অদ্ভুত সব স্বপ্নের পিছনে লুকিয়ে আছে কোন রহস্য? সেই কাহিনিই বলতে আসছে ‘রুমি’ হয়ে আসছেন চঞ্চল।
আরও পড়ুন: ‘গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক’, ‘অতিউত্তম’ দেখে ক্ষুব্ধ ভাস্কর!
আগামী ১০ এপ্রিল হইচই বাংলাদেশ (Hoichoi Bangladesh) ও হইচই টিভি (Hoichoi TV)-তে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে একাধিক নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ‘হইচই’। তাদের মধ্যে অন্যতম ‘রুমি’। এর আগে, ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় নির্বাক অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন চঞ্চল। এবার তাঁকে দেখা যাবে এক অন্ধ গোয়েন্দার চরিত্রে। উল্লেখ্য, চঞ্চল চৌধুরী অভিনীত দু’টি ছবি মুক্তির অপেক্ষায় আছে। একটি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। আরেকটি রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’।
আরও খবর দেখুন