কলকাতা: বরাবরই ঠোঁটকাটা শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নানান সময় নানান মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন। তবে স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা বলতেই ভালোবাসেন অভিনেত্রী। এবার তাঁর সাফল্যের মুকুটে জুড়ল নয়া পালক। দেশের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হলেন টলিউড তারকা। সোশাল মিডিয়ায় নিজেই জানালেন সেই খবর।
আরও পড়ুন: বিদায়… ইন্ডাস্ট্রি ছাড়ছেন রূপঙ্কর!
ভারত সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অনুমোদিত এলটেরান হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার (Human Rights Council of India) সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীলেখা। সার্টিফিকেটে দেখা যাচ্ছে তাঁকে সারা দেশের মুখপাত্রের পদ দেওয়া হয়েছে।
সার্টিফিকেট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আমি জানি এটা আমি ডিজার্ভ করি। আমি প্রতিজ্ঞা করছি এই পদের সম্মান রক্ষার্থে নিজের সমস্ত দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করব। এরপরই অভিনেত্রীর পোস্টে চোখে পড়ল হুঁশিয়ারি, লিখেছেন- “অমানুষরা এবার আমার থেকে সাবধান।”
আরও খবর দেখুন