ভারত বনাম ইংল্যান্ড টেস্টে বল ট্যাম্পারিং? হঠাত্ই উত্তাল সোশ্যাল মিডিয়া| ব্রিটিশ ফিল্ডারদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ বীরেন্দ্র সেওয়াগের| যদিও এখনও সরকারীভাবে কোনও কিছুই জানা যায়নি|
ঘটনার সূত্রপাত ভারতের ব্যাটিংয়ের লাঞ্চ ব্রেকের ঠিক পরেই| ফিল্ডিং করার সময় বল নিয়ে হঠাত্ই ফুটবল পাসিং খেলতে দেখা যায় দুই ব্রিটিশ ফিল্ডারকে| একজন পাস দিচ্ছেন| অন্যজন সেই বলের ওপর স্পাইক দিয়ে চাপ দিচ্ছেন|
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে অবশ্য খুব একটা বেশি সময় নেয়নি| এরপরই রীতিমত ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় তারকারা|
সেই ছবি ট্যুইটারে দিয়ে সরাসরি বল ট্যাম্পারিংয়ের অভিযোগ তুলেছেন সেওয়াগ| আরেক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার গলাতেই একই সুর|
Yeh kya ho raha hai.
Is it ball tampering by Eng ya covid preventive measures ? pic.twitter.com/RcL4I2VJsC— Virender Sehwag (@virendersehwag) August 15, 2021
যদিও ভারতীয় দলের তরফে অবশ্য কোনওরকম সরকারী অভিযোগের খবর পাওয়া যায়নি| ম্যাচ অফিশিয়ালসদের কাছে অভিযোগ করা হবে কিনা তা নিয়েও খবর নেই| তবে এই ঘটনা যে বেশ আলোড়ন ফেলে দিয়েছে তা বেশ স্পষ্ট|