দুবাই: এএফসি নাসাফের বিরুদ্ধেই অভিষেক হতে চলেছে ইউরো কাপ তারকা জনি কাউকো৷ প্রস্তুত তিনি৷ তাতেই স্বস্তি পাচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস৷ শুক্রবারই উজবেকিস্তানের এফসি নাসাফের বিরুদ্ধে ২২ জনের স্কোয়াড বেছে নিলেন সবুজ-মেরুণ কোচ আন্তোনিও লোপেজ হাবাস৷
গ্রুপপর্বে কাউকো কে পাননি৷ কিন্তু এবার নক আউট৷ সেখানে কাউকোর থাকাটাই এখন স্বস্তি যোগাচ্ছে মোহনবাগান শিবিরকে৷ নাসাফের বিরুদ্ধে মাঝমাঠেই দেখা যাবে এই তারকা ফুটবলারকে৷
গ্রুপপর্বে জিতলেও, প্রতিটি ম্যাচেই মোহনবাগানের রক্ষণের দুর্বলতা ধরা পড়েছে৷ নক আউট পর্বে নামার আগে তাই তো সেদিকেই বাড়তি নজর হাবাসের৷ প্রস্তুতি তো সেরেছেই সবুজ-মেরুণ ব্রিগেড৷ কিন্তু ডিফেন্স মজবুত করার দিকেই সব সময় জোর দিয়েছেন এই স্প্যানিশ কোচ৷
প্রতিপক্ষ শিবিরে রয়েছেন বেশ কিছু ভাল বিদেশি ফুটবলার৷ তাদের নিয়ে যেমন কাঁটা-ছেড়া চলছে, তেমনই নিজেদের ট্যাকটিসও কিছু কিছু জায়গায় বদলাচ্ছেন এটিকে-মোহনবাগান কোচ৷ রয় কৃষ্ণার কথাতেই তা স্পষ্ট৷
উজবেকিস্তান যাওয়ার আগে তিনি জানিয়েই দেন, ‘আক্রমণ ভাগে সবসময়ই কিছু না কিছু নতুনত্ব থাকে৷ ওদের বিরুদ্ধেও থাকবে৷ সেটাই তো আমাদের গেম চেঞ্জার’৷
একইসঙ্গে তিনি আরও জানান, ‘একজন ফুটবলারের লক্ষ্য তো সব সময়ই থাকে গোল করার, কিন্তু এখানে জেতাটাই আসল৷ তাই গোল করে কিম্বা করিয়ে যেমন ভাবেই হোক দলকে জেতাতে হবে’৷
দশ দিনের প্রস্তুতির মধ্য ছদিন দুবাইয়ে প্রস্তুতি হয়ে গিয়েছে এটিকে-মোহনবাগানের৷ আগামী ৪ দিন উজবেকিস্তানে চূড়ান্ত প্রস্তুতি সারবে সবুজ-মেরুণ ব্রিগেড৷