কলকাতা: বাংলা নাট্য মঞ্চের জনপ্রিয় নাম অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee)। একাধিক নাটকের পরিচালক তিনি। এবার বাংলা ছবির পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। শেক্সপিয়রের ‘ওথেলো’ (Shakespeare’s Othello) নাটক অবলম্বনে অর্ণ নিয়ে আসছেন নতুন বাংলা ছবি ‘অথৈ’ (Athoi)।
এই ছবিতেই মুখ্য চরিত্রে অর্ণর সঙ্গ দেবেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। ওথেলোর চরিত্রে অর্ণ, ‘ডেসডিমোনা’ চরিত্রে সোহিনী ও ইয়াগোর চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।
আরও পড়ুন: রহস্যের কিনারায় আবারও ‘ফেলুদা’ ইন্দ্রনীল
এর আগে মঞ্চসফল নাটক পর্দাতেও সফল হয়েছে। অনির্বাণ ভট্টাচার্যের ‘মন্দার’ কিংবা ‘বল্লভপুরের রূপকথা’ তার উদাহরণ। সোহিনী অর্ণর পরিচালনায় মঞ্চে ‘মহাভারত’ নাটকে অভিনয় করেছেন। অনির্বাণের ‘মন্দার’-এও কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। এবার তিন মহারথী একসঙ্গে জুটি বাধঁছেন। আগামী ১৪ জুন মুক্তি পাবে ‘অথৈ’।
আরও খবর দেখুন