কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় থিয়েটারকর্মী, অভিনেত্রী ও দূরদর্শনের প্রাক্তন সংবাদ পাঠিকা আভেরী চৌরে (Averee Chourey)। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
১২ দিনের লড়াই শেষে অনন্তলোকে পাড়ি দিলেন অভিনেত্রী। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী অভিনেত্রী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া পোস্টে বিদীপ্তা লিখেছেন, কিছুতেই মেনে নেওয়া যায় না। কত স্মৃতি ঝুম দি। তবু, ভালো থেকো। খুব মনে পড়বে তোমায়।
আরও পড়ুন: ‘গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক’, ‘অতিউত্তম’ দেখে ক্ষুব্ধ ভাস্কর!
আরও খবর দেখুন