আজ ১০ জুলাই, সুনীল গাভাসকরের জন্মদিন। লিটল মাস্টারের ৭৪তম জন্মদিনে স্টেডিয়াম বুলেটিন ফিরে গেল ৭০-এর দশকে। ভাগ করে নেওয়া হল নানা আজনা কাহিনী। এরই পাশাপাশি লেখক এবং সাংবাদিক মতি নন্দীর বিষয় আলোচনা হল আজকের এই বিশেষ বুলেটিনে। এক ফাঁকে দেখে নিন কী কী অজনা গল্প রয়েছে আপনাদের জন্য।