‘নেটফ্লিক্সে’ মুক্তি পেল সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প অবলম্বনে অ্যান্থোলজি ‘রে’ এর ট্রেলার। পরিচালক অভিষেক চৌবে,সৃজিত মুখোপাধ্যায়,ভাসান বালা মিলে তৈরি করেছেন নতুন এই অ্যান্থোলজি সিরিজ। আগামী ২৫ জুন ওটিপি প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’এ ছবি মুক্তি পাবে। ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ গল্পের অনুপ্রেরণায় ‘ফরগেট মি নট’ গল্পটি তৈরি করা হয়েছে। এই গল্পটিই সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেছেন। গল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন আলি ফজল,শ্বেতা বসু প্রসাদ ।
‘হাঙ্গামা হ্যায় কিউ বারপা’ গল্পে মনোজ বাজপেয়ীর সঙ্গে দেখা যাচ্ছে গজরাজ রাওকে। গল্প দেখে মনে হচ্ছে তাতে ‘বারীন ভৌমিকের ব্যারাম’-এর প্রভাব রয়েছে। ‘বহুরূপিয়া’ গল্পে অভিনয় করেছেন কে কে মেনন। সম্ভবত ‘বহুরূপী’ গল্প অবলম্বনে তৈরি এপিসোডটি। অনিল কাপুর পুত্র হর্ষবর্ধন কাপুর অভিনীত গল্পের নাম ‘স্পটলাইট’। তাতে মায়েস্ত্রো সত্যজিৎ রায়ের ‘ভক্ত’ গল্পের আভাস পাওয়া যাচ্ছে। ২৫ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘রে’। সিরিজে রাধিকা মদন, অনিন্দিতা বসু, রঘুবীর যাদব, মনোজ পাহওয়া, চন্দন রায় সান্যাল, দিব্যেন্দু ভট্টাচার্য, বিদিতা বাগ, খরাজ মুখোপাধ্যায়ের মতো তারকারাও অভিনয় করেছেন। জীবনকে ভিন্ন ভিন্ন দৃষ্টি কোণ থেকে দেখার যে অভিজ্ঞতা তা শুধু চলচ্চিত্রে নয়, সত্যজিৎবাবুর সাহিত্যেও একাধিকবার উঠে এসেছে। ‘রে’ সিরিজেও তার প্রতিফলন দর্শকরা উপভোগ করবেন।