মুম্বই : একের পর এক ধেয়ে আসছে হলুদ রঙের বল গুলো ৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই খেলে চলেছেন ব্যাটসম্যান ৷ ব্যাটসম্যানকে দেখতে মেতে সক্কলে ৷ বোলারদের অবশ্য সে দিকে তেমন উৎসাহ নেই ৷ তার বল করতে পারলেই খুশি ৷
ব্যাট হাতে লিটল মাস্টার ৷ আর বোলার তিন জনই লিটল, থুরি খুদে ৷ সচিন তেন্ডুলকরকে মনের সুখে বল করে চলে তিন খুদে ৷ ব্যাট হাতে মহাআনন্দে খেলে চলেছেন সচিন ৷
আজ, ২৯ অগস্ট, জাতীয় ক্রীড়া দিবস। স্বাধীনতার ৭৫ বছরে ভারত আজ অবধি বহু কালজয়ী ক্রীড়াব্যক্তিত্বকে পেয়েছে। তাঁদের মধ্যে অন্যতম ‘লিটল মাস্টার’ সচিন তেন্ডুলকর। টুইটারে একটি ছোট্ট ভিডিও শেয়ার করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘খুব কঠিন সময়েও খেলা আশার একটুকরো আলো দেখায়’। ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে সচিনের এই ট্যুইটে বইছে লাইকের বন্যা।
সচিনের কাছে খেলার পাঠ নিচ্ছে কচি কাচারা
সচিন টুইটটি পোস্ট সকাল ১১ টা ৫৮ মিনিটে। যেখানে রয়েছে একটি ভিডিওবার্তাও। দেখা যাচ্ছে, কচি কাচাদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতেছেন তিনি। ব্যাট হাতে একদিকে সচিন। অন্যদিকে বল করছে তিন খুদে। একা হাতে সচিন সামলে চলেছেন তিন বোলারের ইয়র্কার ! এদের মধ্যে কেউ কেউ বিশেষভাবে সক্ষম। তাদের সঙ্গেই কখনও রাস্তায়, কখনও চার দেওয়ালের মধ্যে ক্রিকেট খেলছেন সচিন। পিছনে শোনা যাচ্ছে তাঁর কন্ঠ। যাতে বলা হয়েছে, ‘খেলা। হয়তো জীবন-মৃত্যুর মতো জটিল বিষয় নয়। কিন্তু আমি দেখেছি খেলা কী অপরিসীম আনন্দ এনে দিতে পারে। এই শিশুদের অনেকে কষ্টের মধ্যে আছে। কেউ লড়ছে কঠিন রোগের সঙ্গে। কেউ দৃষ্টিহীন। কিন্তু খেলা তাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। সমাজের বাকী পাঁচ জনের মতোই তারা খেলেছে মনের আনন্দে।’
আরও পড়ুন: ঘুম নেই রাতে : সচিন আর নীরজের এত মিল!
দেশবাসীর জন্য ভারতীয় এই ক্রিকেট লেজেন্ডের আহ্বান, কোনও না কোনও খেলা সঙ্গে অবশ্যই যুক্ত হোন। অনাবিল আনন্দে পাবেন।
বিশেষভাবে সক্ষমদের পাশে সচিন
ভারতীয় হকি লেজেন্ড মেজর ধ্যান চাঁদের জন্মদিনটি প্রতি বছর ‘জাতীয় ক্রীড়া দিবস’ হিসেবে উদযাপন করে আপামর ভারতবাসী। সচিনের এই টুইটে ইতিমধ্যেই সাড়ে চার হাজারের বেশি লাইক পড়েছে। রিটুইটের সংখ্যা ছাড়িয়েছে ৫৩০।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সচিনের আরেকটি ভিডিও নেটাগরিকদের নজর কেড়েছিল। যাতে দেখা যাচ্ছিল, একটি মাঠে একদিকে সচিন ব্যাটিং করছেন। মাঝে জমে রয়েছে জল। অন্যদিকে বল হাতে অল্পবয়সী একটি ছেলে। বলটি সেই জমা জলে ‘ডাইভ’ দিয়ে পৌঁছচ্ছে সচিনের কাছে। আর লিটল মাস্টার তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলকে মাঠের বাইরে পাঠাচ্ছেন।
আরও পড়ুন: EngvsInd: ব্যাটসম্যান কোহলির উপর চাপ বাড়িয়ে দিয়েছে রুটের সেঞ্চুরিগুলি