কলকাতা: ফের বেআইনি অর্থলগ্নি সংস্থার হদিস কলকাতায়। পুলিস সূত্রে খবর, কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে। কলকাতা পুলিস কমিশনারের নির্দেশে দ্রুত ১২ সদস্যের সিট গঠন করা হয়েছে। তদন্তে নেমে সিট ৮ জনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, অনেকদিন ধরেই এই সংস্থা মানুষের থেকে টাকা তুলছিল বলে অভিযোগ। এই সংস্থার বিরুদ্ধে এন্টালি পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মহিলা সহ আট জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত ওই মহিলার নাম লিজা মুখোপাধ্যায়। তাকে মহারাষ্ট্রের নাসিক থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।
আরও পড়ুন: Medinipur Accident: মেদিনীপুরে বালির লরির বেপরোয়া গতির বলি ২
ধৃতদের দফায় দফায় জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে এই সংস্থার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে। এছাড়াও তদন্ত করে দেখা হচ্ছে মোট কত জনের থেকে কত টাকা নেওয়া হয়েছে।