নয়াদিল্লি: আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর ধর্ষণ ও খুনের মামলার শুনানি। আগের শুনানির দিন ময়নাতদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নথি পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানোর সময় যে চালান দেওয়া হয় তা এদিন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে এই নির্দেশ দেন তিনি।
প্রধান বিচারপতি জানান, ওই নথি গুরুত্বপূর্ণ কারণ ওতেই লেখা থাকে, দেহের সঙ্গে কোনও জামাকাপড় এবং অন্যান্য কিছু রয়েছে কি না। বিচারপতি জে বি পারদিওয়ালা এ নিয়ে রাজ্যের কাছে ব্যাখ্যা চেয়ে বলেন, যদি এই নথি হারিয়ে যায় তাহলে কোনও গন্ডগোল আছে।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পুলিশ কমিশনার বদলের সিদ্ধান্ত: মমতা
প্রসঙ্গত, সোমবার বড় জয় পেয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠকের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ও ভিসি নর্থকেও পরিবর্তন করা হচ্ছে।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওঁদের পক্ষ থেকে ৪২ জন সই করেছেন। সরকারের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আমরা অভিনন্দন জানিয়েছেন চিকিৎসকেরা এসেছেন বলে। আমরা খুশি, তাঁরাও খুশি। ওঁরা বক্তব্য রাখতে চেয়েছিলেন। সেই সুযোগ দিয়েছি। আমরাও আমাদের বক্তব্য রেখেছি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ওঁদের পাঁচটা দাবি ছিল। আমরা বোঝালাম, যদি একটা বাড়ি যদি পুরো খালি করে দেওয়া হয় তাহলে প্রশাসনটা চালাবে কে? শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, পুলিশ কমিশনার, ভিসি নর্থকে পরিবর্তন করা হচ্ছে।
দেখুন অন্য খবর: