নয়াদিল্লি: এনডিএর (NDA) মধ্যে ভাঙনের আশঙ্কা। প্রশ্ন উঠছে কংগ্রেসের (Congress) সমর্থন নিয়ে কি পাল্টি খাবেন নীতীশ কুমার (Nitish Kumar)? জাতিগণনার দাবি তুলছে এনডিএর শরিক জেডিইউ, টিডিপি দুই দলই। মূলত এই দুই দলের সমর্থনে কেন্দ্রে সরকার চলছে। বিজেপি এ ব্যাপারে উচ্চবাচ্য করেনি। এখন চাপে পড়ে সুর বদল। তবে মচকাতে রাজি নয় তারা? এব্যাপারে বিজেপি কী বলছে? বিজেপির নেতারা বলছেন তারা জাতিগণনার বিরুদ্ধে নয়। তবে কবে হবে সে ব্যাপারে তারা কোনও সিদ্ধান্ত নেয়নি।
সূত্রের খবর, জনগণনা শুরু করার সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তাতে জাতি জনগণনার কোনও ক্লজ রাখা হয়নি। বিজেপির মনোজ তিওয়ারি বলেছেন হিন্দুদের মধ্যে জাতি জনগণনার কথা বলা হচ্ছে, কিন্তু, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আলাদা আলাদা জাতি আছে সে ব্যাপারে গণনার বিষয়ে কিছু বলা হচ্ছে না। কংগ্রেস বলেছে, তারা জাতি জনগণনার পক্ষে। জেডিইউ নেতা সঞ্জয় ঝা বলেছেন, দেশে একমাত্র রাজ্য বিহার, যেখানে জাতি জনগণনা হয়েছে। সারা দেশে এটা হলে ভালো হবে।
আরও পড়ুন: প্রতিবেশি দেশগুলি একে অপরের উপর নির্ভরশীল, বাংলাদেশ নিয়ে মন্তব্য বিদেশমন্ত্রীর
আরও খবর দেখুন