নয়াদিল্লি: আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের (CBI) নজরে থাকা ইডি (ED) আধিকারিকের রহস্যমৃত্যু ঘটল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ, তবে তদন্ত চলছে। ইডি আধিকারিকের নাম আলোক কুমার পঙ্কজ (Alok Kumar Pankaj)। দিল্লির কাছে শাহিদাবাদে রেললাইনের ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।
গাজিয়াবাদের বাসিন্দা পঙ্কজ নয়াদিল্লির ইডির দফতরে কর্মরত ছিলেন। অতীতে আয়কর দফতরে নিযুক্ত ছিলেন তিনি। সম্প্রতি আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তবে প্রমাণের অভাবে অব্যাহতি পেয়ে যান পঙ্কজ।
আরও পড়ুন: ওবিসি মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাইল রাজ্য
ঘুষ নেওয়ার অভিযোগে ইডির সহকারী ডিরেক্টর সন্দীপ সিং (Sandeep Singh) সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। সিবিআইয়ের কাছে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে গ্রেফতার না করার ‘পুরস্কার’ হিসেবে ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন সন্দীপ। এরপর ফাঁদ পাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সন্দীপ।
মুম্বইয়ের এক জুয়েলারিতে হানা দিয়ে সেখান থেকেও ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। এই ঘটনায় নাম জড়ায় পঙ্কজের। ইডি অফিসারের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেন তিনি আত্মহত্যা করলেন, আদৌ এটা আত্মহত্যার ঘটনা কি না তা নিয়ে তদন্ত করা হবে।
দেখুন অন্য খবর: