ঠিক ১৪ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। পয়লা সেপ্টেম্বর তিনি এক সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়েছিলেন, করোনা আক্রান্ত হয়ে।
মঙ্গলবার সন্ধ্যায় সৌরভের মা নিরূপা দেবী বেহালা বাড়িতে ফিরলেন। তিনি এখন সুস্থ। কিছুটা দুর্বলতা আছে। ওঁনার বেশ কিছু-পুরানো শারীরিক অসুস্থতা আছে। তাই সম্পুর্ণ চেক আপ করিয়ে বেহালা বাড়িতে ফিরলেন তিনি ।
সৌরভের মা মে মাসে কোভিড-১৯ এর দুটি ভাকসিন নেওয়ার পরও এই রোগে আক্রান্ত হয়েছিলেন। মা বাড়ি ফেরার পর সৌরভ গঙ্গোপাধ্যায় ২০ কিংবা ২১ তারিখ ইংল্যান্ড যাবেন। লন্ডনে এবার তাঁর সঙ্গে মেয়ে সানা আর স্ত্রী ডোনাও যাচ্ছেন। মেয়ে সানা সেখানে ইউনিভার্সিটি পড়ছেন। ইংল্যান্ড এখন বিধি নিষেধ শিথিল করে দিয়েছে।
আরও পড়ুন: টেস্ট হওয়া নিয়ে নাছোড় সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডনে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেটিতে মেয়ে সানা থেকে পড়াশুনা সারবেন। সানার কলেজের কাছেই। এক মাস আগেই ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের সময় সৌরভ স্ত্রী ডোনাকে নিয়ে গিয়েছিলেন। সেই সময় সৌরভ-ডোনা নুতন অ্যাপার্টমেন্টটি দেখে আসেন। এর আগে সৌরভ ইংল্যান্ডে একটি কটেজ ভাড়া নিয়ে থেকেছেন বেশ কয়েক বছর।
মা বাড়ি ফেরায় দুই ছেলে স্নেহাশিস এবং সৌরভ অনেকটাই স্বস্তি পেয়েছেন। সৌরভ লন্ডনে এবার থাকাকালীন ইংল্যান্ড-ভারতের টেস্ট সিরিজের শেষ ম্যাচ ঘিরে যে জট পাকিয়ে গেছে, তার সুরাহা করবেন বলে শোনা যাচ্ছেন। ইংল্যান্ড বোর্ড কর্তাদের সঙ্গে সামনা সামনি বসে কথা বলবেন। প্রায় দিন ১৫ থাকবেন দেশের বাইরে। ১৯ সেপ্টেম্বর আই পি এল পার্ট টু শুরু হচ্ছে। সেখানেও উপস্থিত থাকবেন সৌরভ। তাই দাদাগিরির শুটিং দিন রাখা হয়েছে আবার অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে।
ছবি: সৌ টুইটার