Placeholder canvas
কলকাতা সোমবার, ০৬ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
IND vs ENG ODI: আবার কোহলি-রোহিতরা রান পেলেন না
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১২:৪১:৫৪ পিএম
  • / ৩২৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

দুটি লক্ষ্য ছিল সকলের এই ম্যাচে। ভারতের জয়ে সিরিজ জয় নিশ্চিত। আর আগের ম্যাচের মত রোহিতের রানের ছন্দ, সঙ্গে দলে ফিরে বিরাটের বড় রান। কোনোটাই তো হল না। ১০০ রানে হারতে হল, আগের ম্যাচ ১০ উইকেটে জিতে। এগিয়ে থাকা সিরিজে আবার সমতা ফিরে এল। আগের ম্যাচ ভারতের পেসার জসপ্রীত বুমরা ৬ উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে ৬ উইকেট নিয়ে দলকে জেতালেন ইংল্যান্ড পেসার রিস টপলি। ম্যাচ আর সিরিজ জিততে নেমে, ৪৯ ওভারে অলআউট হওয়া ইংল্যান্ডের ২৪৬ রানের অনেক আগে থেমে যায় টিম ইন্ডিয়া । ১৪৬ রানে অলআউট হয়ে ১০০ রানে হার মানে।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের উইকেটে অত বেশি ঘাস ছিল না। আবহাওয়া পরিষ্কার ছিল। তবু টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্তই নেন ভারতীয় নেতা রোহিত শর্মা। শুরুতে উইকেট না পেলেও, বিপক্ষের ওপেনারদের আঁটসাঁট বোলিংয়ে বেশ চাপে রেখেছিলেন ভারতীয় বোলাররা।

নবম ওভারে বল করতে এসে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দলীয় ৪১ রানে জেসন রয়কে সূর্যকুমার যাদবের হতে ক্যাচ তুলিয়ে আউট করেন। ইংল্যান্ডের টপ অর্ডার প্রথম ম্যাচে চেয়ে ভালো ব্যাট করলেও সফল হয়নি মিডল অর্ডারের। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ জো রুট, জস বাটলার ও বেন স্টোকস। তিন জনের ব্যাট থেকে এসেছিল মাত্র ৩৬ রান!

দলের ৭২ রানে চাহালের বলে সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৩৮ রানে বোল্ড হয়ে ফিরে যান জনি বেয়ারস্টো। আর তারপর মাত্র ১৫ রানের ব্যবধানে ফিরে যান রুট ও বাটলার।

দলের রান যখন ৮২ রান, তখন চাহালকে সুইপ করতে গিয়ে এলবিডব্লু’র ফাঁদে আউট হন রুট। পাঁচ রানের ব্যবধানে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে ফিরে যান ব্রিটিশ অধিনায়ক জস বাটলার। এরপর ১০২ রানে চাহালকে রিভার্স সুইপ করতে গিয়ে বেন স্টোকস আউট হয়ে ফির যেতেই চাপে পড়ে ইংল্যান্ড।

এরপর দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা চালান লিয়াম লিভিংস্টোন ও মঈন আলি। দলের রান যখন ১৪৮ রান, লিয়াম ব্যক্তিগত ৩৩ রান করে হার্দিক পান্ডিয়ার ওভারে আউট হলে তাদের ৪৬ রানের জুটি ভাঙে। এরপর ডেভিড উইলির সঙ্গে ম্যাচের সবচেয়ে লম্বা জুটি গড়েন মঈন আলি।

দু’জনের ৬২ রানের জুটিই লড়াইয়ে ফিরিয়ে আনে ইংল্যান্ডকে । ২১০ রানে মাথায় মঈন আলি ব্যক্তিগত ৪৭ রানে আউট হন। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি উইলিও! একবার নিশ্চিত আউট হওয়া থেকে বেঁচে, ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান তিনি। শেষ পর্যন্ত ২৪৬ রান তোলে।

এই রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিজেরাই চাপে পরে যান ভারতীয় ব্যাটাররা। ইংলিশ পেসার টপলি ও ডেভিড উইলির বলের ঝাঁজে প্রথম পাঁচ ওভারে ব্যাট থেকে কোনো রানই তুলে আনতে পারেননি দুই ভারতীয় ওপেনার – রোহিত আর শেখর।

ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে ম্যাচে সেরা বোলিং দিয়ে রেকর্ড গড়ার দিনে ভারতকে বেসামাল করে দেন টপলি। ভারতীয় ব্যাটারদের ফেরত আসা শুরু হয়েছিল তারই হাত ধরে। ইনিংসের পঞ্চম ওভারে এলবিডব্লুর ফাঁদে পড়ে তাঁর প্রথম শিকারে হন অধিনায়ক রোহিত শর্মা। দশ বলের আয়ুতে একটিও রান না করে ফেরেন তিনি।

অন্য সঙ্গী ওপেনার শিখর ধাওয়ানকেও এদিন রানের খাতা খুলতের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ২৭ রানে টপলির দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। ম্যাচে সবচেয়ে অদ্ভুতভাবে আউট হয়েছে ঋষভ পান্থ। ক্যাচ প্র্যাক্টিস করিয়ে যেন ফিরলেন।

তিন নম্বরে নামা বিরাট কোহলি আরও একবার ব্যর্থ! যদিও এদিন শুরুটা দারুণ কাভার ড্রাইভ, স্টেট ড্রাইভে, মনে হচ্ছিল দিনটি বুঝি তাঁর। কিন্তু কোথায় কি!ডেভিড উইলির ওভারে ব্যক্তিগত ১৭ রানে সেই পুরোনো সমস্যায় অফ স্টাম্পের বলে ব্যাট দিয়ে উইকেটকিপার বাটলারকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

https://twitter.com/IamNiharika12/status/1547831042815340545?t=WL2oPqpDwWa4V9p7FvpDpg&s=19

৩১ রানেই চার উইকেট হারিয়ে ম্যাচে চাপে পড়ে ভারত, পরে আর সেই চাপ কাটিয়ে ম্যাচে ফিরতে পারেনি । সূর্যকুমার যাদবের সঙ্গে ৪১ রানের জুটি বানিয়ে দলকে ম্যাচে ফেরানোরে চেষ্টা করেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু সেই জুটিও টেকে নি। দলের ৭৩ রানে টপলির তৃতীয় শিকার হয়ে ফিরে যান সূর্যকুমার যাদব।

এরপর হার্দিক পান্ডিয়া ও মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজাকে নিয়ে ছোট ছোট জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা চালালেও কাজ হয়নি।

জাদেজা ১৪০ রানে লিভিংস্টোনের বলে ফিরে যেতেই ভারতের ইনিংস থামিয়ে দিতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। ভারতের লেজ ছেঁটে ফেলেন টপলি একাই। তিনি ম্যাচে নিয়েছেন ২৪ রানে ৬ উইকেট। এটাই ইংল্যান্ডের হয়ে সেরা ওয়ানডে বোলিং ফিগার।

সিরিজের তৃতীয় বা শেষ ম্যাচ ১৭ জুলাই ওল্ড ট্রাফোর্ডে।

ছবি: সৌ-টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

সোমবার, ৬ মে, ২০২৪
সুখ-সম্পদে ভরে উঠবেন এই ৫ রাশির জাতক
সোমবার, ৬ মে, ২০২৪
লখনউ দুরমুশ, আইপিএলের মগডালে KKR
রবিবার, ৫ মে, ২০২৪
নারিনের ব্যাটে ভর করে ২৩৫ করল KKR
রবিবার, ৫ মে, ২০২৪
কাল, সোমবার এসএসসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে
রবিবার, ৫ মে, ২০২৪
ফের নারিনের তাণ্ডব, বড় রানের পথে কলকাতা
রবিবার, ৫ মে, ২০২৪
স্কুলে বেত খেয়েছিলাম: প্রধান বিচারপতি
রবিবার, ৫ মে, ২০২৪
হোয়াইট হাউসের গেটে ধাক্কা গাড়ির
রবিবার, ৫ মে, ২০২৪
৯ নম্বরে ব্যাট করতে এলেন ধোনি, চলছে ট্রোলিং
রবিবার, ৫ মে, ২০২৪
এশীয় বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের মেয়র
রবিবার, ৫ মে, ২০২৪
লখনউয়ের বিরুদ্ধে কী হবে নাইটদের একাদশ?
রবিবার, ৫ মে, ২০২৪
শ্রেয়সের হৃদরোগের কারণ কোভিড ভ্য়াকসিন!
রবিবার, ৫ মে, ২০২৪
বাড়িতে পিঁপড়ের উপদ্রব! জেনে নিন কীভাবে রেহাই পাবেন
রবিবার, ৫ মে, ২০২৪
একমাত্র রোহিতকেই ভয় পেতেন অধিনায়ক গম্ভীর!  
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team