নিউইয়র্ক: হোয়াইট হাউসের (White House) গেটে ধাক্কা অজ্ঞাত পরিচয় গাড়ির। ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। আমেরিকান সিক্রেট সার্ভিস ঘটনার কথা জানিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটায় একটি গাড়ি দ্রুত গতিতে এসে হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে চালকের। তবে হোয়াইট হাউসের কড়া নিরাপত্তা পেরিয়ে কীভাবে ওই গাড়ি গেট পৌঁছে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটেছে। এর সঙ্গে অন্য কোনও বিষয় নেই।
এবছরের শুরুতে হোয়াইট হাউস চত্বরের বাইরের গেটে ধাক্কা মেরেছিল অজ্ঞাতপরিচয় গাড়ি। তাতে প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সেই গাড়ির চালক বা সওয়ারি কেউ জখম হননি। এর আগে গতবছর মে মাসে ১৯ বছর বয়সী এক তরুণ ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে ঢুকে পড়েছিলেন।
আরও পড়ুন: এশীয় বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের মেয়র
আরও খবর দেখুন