বিশ্বের পয়লা নম্বর স্থান দখলের দৌড় শুরু হয়ে গেছে। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়া থেকেই সেই দৌড়ের শুরু হয়েছে। এমনই কথা শুনিয়েছেন-জাতীয় দলের ফরোয়ার্ড শামশের সিং। ভারতীয় পুরুষ হকি দল টোকিয়ো গেমসে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে। ৪১ বছর পর এই সাফল্য মিলেছে ।
হকি ইন্ডিয়ার এক বুলেটিনে শামশের বলেছেন,‘আমাদের সামনে আরও অনেক কিছু করার লক্ষ্য আছে। অলিম্পিক পদক জেতা গেছে। বেশ কয়েক বছর ধরে বিশ্বের সেরা দল হওয়ার জন্য আমরা চেষ্টা করে চলেছি’।
‘এরপর আমরা যখনই কোনও ম্যাচ খেলতে নামব, বিশেষ করে বড় কোনও টুর্নামেন্টে-যেমন এফআইএইচ(FIH)হকি প্রো লিগ, নিজেদের নিংড়ে দেব। আমরা জানি, প্রতি ম্যাচে যদি নিজেদের খেলার মান বাড়িয়ে যেতে পারি-তাহলে ঠিক একদিন বিশ্বের নম্বর ওয়ান দল হয়ে যাব’-এমনটাই বলেছেন ভারতীয় ফরোয়ার্ডটি।
শামশেরের হৃদয়ে এই টোকিয়ো অলিম্পক্স আলাদা জায়গা করে নিয়েছে।তিনি বলেছেন,‘আমার কারিয়ারের শুরুতে অলিম্পক্স ব্রোঞ্জ জয়ী দলের সদস্য হতে পেরে আমি ভাগ্যবান। আমি এটাও জানি, একটি দল হয়ে খেলে এটাই আমাদের সবে শুরু। সামনের বছরগুলোতে আরও উন্নতি করে গেলেই, লক্ষ্যে পৌঁছে যাব’।
Congrats #IndianHockey?? for winning ?#Bronze.
First time in 29 years, #SouthAsian #Hockey back on medals stand.
Last Indian Hockey medal=
Gold, Moscow, 1980Last #SouthAsian medal=#Pakistan #Bronze in Seoul, 1992
Last South Asian Hockey Gold=
Pakistan, Los Angeles, 1984 pic.twitter.com/WLJjQvKo8F— Adil Najam (@AdilNajam) August 6, 2021
শামশেরের কাছে জানতে চাওয়া হয়েছিল, টোকিয়োতে এমন ইতিহাস গড়ার মূল রহস্য কি? জাতীয় দলের এই প্রতিনিধির বক্তব্য, নাছোড়বান্দা মনোভাবেই এটা সম্ভব হয়েছে। ‘জার্মানির বিপক্ষে আমরা পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারাইনি। সবসময় জানতাম আমরা ম্যাচে ফিরে আসতে পারি। গোল করার চেষ্টা সারাক্ষণ করে গিয়েছিলাম’।২৪ বছরের জাতীয় দলের হকি তারকাটি বলেছেন,‘আমরা জানতাম-প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে যেতে পারলে, ম্যাচ আমরাই জিতে নেব। আর ওই ম্যাচে সেটাই হয়েছিল’।
ছবি:সৌ-টুইটার