নয়াদিল্লি: বুলডোজার পদক্ষেপ নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি বি আর গাভাই (Justice BR Gavai) স্পষ্ট জানিয়ে দেন, অবৈধভাবে বসতি নির্মাণে কেউ দোষী সাব্যস্ত হলেও বাড়ি ধূলিসাৎ করা যায় না।
উত্তরপ্রদেশের বহু বাড়ি অবৈধভাবে নির্মাণের অভিযোগে বুলডোজার চালিয়ে ধ্বংস করেছিল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশাসন। বুলডোজার পদক্ষেপের শিকার বহু মানুষ এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। মুসলিম সংগঠন জামিয়াত উলেমা-এ-হিন্দের আবেদনের শুনানিতে বিচারপতি গাভাই বলেন, “কেউ অভিযুক্ত হলে তাঁর বাড়ি ভেঙে ফেলা যায় কীভাবে? দোষী সাব্যস্ত হলেও ভাঙা যায় না।”
আরও পড়ুন: ওয়াকফ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার আপ বিধায়ক
বিচারপতি কে ভি বিশ্বনাথন বলেন (Justice KV Vishwanathan), দোষত্রুটির সুযোগ কারও নেওয়া উচিত নয়। পিতার অবাধ্য পুত্র থাকতেই পারে, কিন্তু তাই বলে বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়া, এটা কোনও পদক্ষেপ হতে পারে না।
কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) আদালতে বলেন, আইন ভাঙা হলে তবেই বুলডোজার চালানো হয়। তার জবাবে শীর্ষ আদালতের বেঞ্চ বলে, অভিযোগগুলি দেখে মনে হচ্ছে, ঠিক তা হয়নি। বিচারপতি বিশ্বনাথন এও জানান, রাজ্যে অননুমোদিত নির্মাণ ভাঙার জন্য গাইডলাইন জারি হওয়া প্রয়োজন। বিচারপতি গাভাই বলেন, আগে গাইডলাইন আসুক, আমরা তা দেশজুড়ে জারি করব।
দেখুন অন্য খবর: