ওয়েব ডেস্ক: ২০২৫ সালের শেষপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে সবাই। নতুন বছরের অপেক্ষার মাঝেই জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর তিনটি রাশির জন্য হতে চলেছে অত্যন্ত শুভ। ওই দিন চাঁদের শেষ গোচর বিশেষ সৌভাগ্য ডেকে আনতে পারে এই রাশিগুলির (Rashifal) জীবনে। বৈদিক জ্যোতিষ মতে, চাঁদ মন, আবেগ, মানসিক ভারসাম্য ও সংবেদনশীলতার প্রতীক। দ্রুত ফলদায়ী এই গ্রহের গোচর বিশেষ গুরুত্ব বহন করে। পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৫ সালে চাঁদ মোট ১৬১ বার রাশি পরিবর্তন করেছে এবং বছরের শেষ গোচরটি হবে ৩১ ডিসেম্বর। জ্যোতিষীদের মতে, বৃষ রাশিতে চন্দ্রের গোচর অত্যন্ত শুভ, যা সুখ, তৃপ্তি ও স্থিতিশীলতা প্রদান করে (Horoscope Today)।
বৃষ রাশি: ৩১ ডিসেম্বরের চন্দ্র গোচর বৃষ রাশির জাতকদের জন্য বছরের অন্যতম শুভ সময়। আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি বাড়বে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও মজবুত হবে। জনপ্রিয়তা ও ভোগ-বিলাসের যোগও রয়েছে।
আরও পড়ুন: প্রেমের রসেই ডুবে থাকবেন এই ৫ রাশির জাতক!
কর্কট রাশি: এই গোচর কর্কট রাশির জাতকদের মানসিক স্বস্তি এনে দেবে। দীর্ঘদিনের চাপ কাটবে, আবেগগত শক্তি বৃদ্ধি পাবে। নতুন কর্মক্ষেত্রের সুযোগ, আর্থিক লাভ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। বছরের শেষে সুখবর পাওয়ার সম্ভাবনাও প্রবল।
মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য এই দিনটি আর্থিকভাবে অত্যন্ত লাভজনক হতে পারে। আয়ের নতুন উৎস খুলতে পারে, বিনিয়োগে লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের পূর্ণ ফল মিলবে এবং ঊর্ধ্বতনদের সহায়তা পাওয়া যাবে। পারিবারিক স্থিতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাস—সব দিক থেকেই বছর শেষ হবে সাফল্যের সঙ্গে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।