নয়ডা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদাঙ্ক অনুসরণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)৷ গত সাড়ে চার বছরের মুখ্যমন্ত্রীত্বকালে একদিনও ছুটি নেননি তিনি৷ পুরো সময়টাই তিনি কাটিয়েছেন মানুষের সেবায়৷ এমনই দাবি রাজ্যের উপমুখ্যমন্ত্রী (Deputy CM) দীনেশ শর্মার (Dinesh Sharma)৷ তাঁর কথায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একজন প্রকৃত দেশপ্রেমিক৷ তিনি জানান, একজন প্রকৃত দেশপ্রেমিক নিজের জন্য নয়, সমাজের কথা চিন্তা করে কাজ করেন৷ এই ধরনের মানুষই সমাজে পরিবর্তন আনতে পারে৷
আরও পড়ুন: ২০১৭-র আগে শুধু ‘আব্বা জান’ বলা মানুষই রেশন পেত: যোগী আদিত্যনাথ
বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ তারই প্রস্তুতিতে নেমে পড়ছে বিজেপি (BJP)৷ গত রবিবার গ্রেটার নয়ডায় একটি কর্মসূচিতে যোগ দিতে যান উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা৷ সেখানে তিনি যোগী আদিত্যনাথকে প্রশংসায় ভরিয়ে দেন৷ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী গত সাত বছরে একদিনও ছুটি নেননি৷ জনগণের কাজই করে গিয়েছেন তিনি৷ ঠিক একই ভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গত সাড়ে চার বছরে একদিনও ছুটি নেননি৷ সেই কারণে দেশ এবং রাজ্য উন্নয়নের দিকে এগিয়ে চলেছে৷’ দীনেশ শর্মা মনে করেন, প্রকৃত দেশপ্রেমিক এমনই হয়৷ তাঁর কথায়, তিনিই প্রকৃত দেশপ্রেমিক যিনি নিজের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য কাজ করেন৷ এদের হাত ধরে সমাজে পরিবর্তন আসে৷
আরও পড়ুন: পরকীয়া সন্দেহে তৃতীয় স্ত্রীকে খুন অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবকের
জাত-পাত ও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে বিজেপি৷ বহুবার এমন অভিযোগ উঠেছে মোদি-শাহের দলের বিরুদ্ধে৷ সেই অভিযোগ খারিজ করে দেন দীনেশ শর্মা৷ বলেন, ‘ধর্ম ও জাতপাতের ভিত্তিতে বিজেপি কোনও ভেদাভেদ করে না৷ গত সাড়ে চার বছরে সমাজের সব স্তরের মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন৷ সবার কাছে সরকারি সাহায্য পৌঁছেছে৷ বিজেপি হিন্দু-মুসলিম ভেদাভেদ করে না৷ তাই যোগী জমানায় রাজ্যে একটাও ধর্মীয় সংঘর্ষ হয়নি৷’