কলকাতা টিভি ওয়েব ডেস্ক : শাড়ি পরে থাকার কারণে রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হল না এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির একটি শপিং মলে। ওই রেস্তোরাঁর কর্মীদের দাবি, শাড়ি স্মার্ট পোশাক নয়।
রেস্তোরাঁর কর্মীর সঙ্গে মহিলার কথোপকথনের ভিডিও ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। মাত্র ১৬ সেকেন্ডের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়। যে ভিডিওতে দেখা যাচ্ছে রেস্তোরাঁর কর্মী ওই মহিলাকে বলছেন, ‘আমরা শুধুই স্মার্ট ক্যাজুয়াল পরে রেস্তোরাঁয় ঢোকার অনুমতি দিই, শাড়ি স্মার্ট ক্যাজুয়ালের মধ্যে পড়ে না।’
ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অ্যাকুইলা নামের ওই রেস্তোরাঁ নেটিজেনদের রোষের মুখে পড়ে। এমনকী জোম্যাটোর মত ফুড ডেলিভারি সংস্থারও কটাক্ষের মুখেও পড়ে ওই রেস্তোরাঁ।
আরও পড়ুন – দলিত হয়ে মন্দিরে প্রবেশ! ‘অপরাধী’ নাবালকের শাস্তি ৩৬ হাজার
সিসিটিভি ফুটেজের অংশ
আরও পড়ুন- চার দশক আগে কেনা শেয়ারের দাম ১৪৪৮কোটি, তাও লক্ষ্মীলাভ অধরা বৃদ্ধের
এরপরেই পাল্টা জবাব দেয় ওই রেস্তোরাঁ। অ্যাকুইলা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানায় শাড়ি পরা নিয়ে সমস্যা নেই। ওই মহিলা ভুল ভাবে ভিডিওটি উপস্থাপনা করেছেন। বরং তিনি আগে থেকেই কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন। এমনকী কর্মীদের গায়েও হাত তোলেন। সেই কারণেই পরিস্থিতি সামাল দিতে তাঁকে এই কথা বলা হয়েছে।
সেই সঙ্গে পোস্টে জানানো হয়েছে ভারতীয়দের তারা সম্মান করে। শাড়ি একটি ঐতিহ্যবাহী পোশাক। এছাড়াও জানানো হয়, শাড়ি পরে অতিথিরা এই রেস্তোরাঁয় আসতেই পারেন ।