নয়াদিল্লি: বিভিন্ন শব্দের আদ্যক্ষর নিয়ে তৈরি বিরোধী জোটের নামে ‘ইন্ডিয়া’ (India Alliance) শব্দটির বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলায় বিরোধীদের শেষ সুযোগ দিল দিল্লি হাইকোর্ট (Delhi Highcourt)। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া শব্দটি বিরোধী জোটের ব্যবহার করা নিয়ে আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলাতেই এক সপ্তাহের মধ্যে বিরোধী জোটকে জবাব দিতে হবে বলে জানাল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমিত প্রীতম সিং অরোরা এই নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, এটাই বিরোধী জোটের শেষ সুযোগ।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
২০২৩ সালের অগাস্ট মাসে মামলা দায়ের হয়েছিল। ইতিমধ্যেই ২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। প্রথম দফার ভোট গ্রহণ ১৯ এপ্রিল। এই পরিপ্রেক্ষিতে মামলাকারী গিরিশ ভরদ্বাজের দ্রুত শুনানির আর্জি। আট বার বিরোধীপক্ষকে মামলার জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অথচ কোনও সাড়া মেলেনি, অভিযোগ মামলাকারীর।
আরও পড়ুন: ইভিএম মামলাতে নির্বাচন কমিশনের বক্তব্য তলব সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, লোকসভা ভোট আসন্ন, এখনও ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়েই এখন নানা প্রশ্ন। তবে তার মধ্য়েই এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, ‘অল ইন্ডিয়ায় ইন্ডিয়া অ্য়ালায়েন্স আমি তৈরি করেছি। নামটাও আমার দেওয়া। ভোটের পরে আবার দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম-কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়ছে। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুড় পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আমরা একাই লড়ছি।
একদিকে যখন তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্য ঠিক তখন গত রবিবার দিল্লির ঐক্যমঞ্চে ডেরেক ও’ব্রায়ানকে ইন্ডিয়া জোটের সভায় তৃণমূলের প্রতিনিধি হিসাবে দেখা গেল। যেসব রাজনৈতিক দল গুলিকে নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তৈরি হয়েছিল তাদের মধ্যেই সমঝোতার কোনও বার্তা আসছে না। এখন প্রশ্ন হল দুর্নীতির অভিযোগে গ্রেফতারি, ইডি নোটিস-এর মত একাধিক সমস্যায় জেরবার বিরোধী দলগুলি কি আদৌ তাদের পার্থক্য সরিয়ে নির্বাচনী ময়দানে বিজেপির বিরুদ্ধে একতা দেখাতে পারবে? ভোটব্যাঙ্কে কি আদৌ কোনও প্রভাব পড়বে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।
আরও খবর দেখুন