আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ভারত সরকার। সোমবার এমনই আশ্বাস দেওয়া হল ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। সেই জন্য একটি স্পেশাল আফগানিস্তান সেল গঠন করল বিদেশমন্ত্রক। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, ” আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ সেল গঠন করেছে বিদেশমন্ত্রক।” তিনি বলেন, আফগানিস্তান থেক যারা বেরিয়ে আসতে চাইছেন আমরা তাঁদের সকলকেই এই সেলের মাধ্যমে যোগাযোগ ও সমন্বয় সাধনের চেষ্টা করা হবে।” পাশাপাশি ভারত সমস্ত আফগান নাগরিকদের পাশেও দাঁড়াবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ট্রাম্প ও ঘানিকে দায়ী করে আফগান পরিস্থিতি মোকাবিলার আশ্বাস বাইডেনের
এদিন বিদেশ মন্ত্রকের তরফ একটি হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে। নাম্বারটি হল ৯৭১৭৭৮৫৩৭৯ । এছাড়াও ইমেইল আইডি MEAhelpdeskindia@gmail.com দেওয়া হয়েছে। আফগানিস্তানের ভারতীয়দের উদ্ধার সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে এখানেই যোগাযোগ করা যাবে। জানানও হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ হয়েছে।
#MEA has set up a Special Afghanistan Cell to coordinate repatriation and other requests from Afghanistan.
Pls contact :
Phone number: +919717785379
Email: MEAHelpdeskIndia@gmail.com@IndianEmbKabul— Arindam Bagchi (@MEAIndia) August 16, 2021
কাবুল শহরে কার্ফু জারি করেছে তালিবানরা। বিশ্বের বিভিন্ন দেশ বিমান পাঠিয়ে কাবুল থেকে নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই ভারতও। কাবুলে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি। নতুন করে সোমাবার সন্ধ্যেয় বায়ু সেনার বিশেষ বিমান পাঠানো হয়েছে৷
কারণ, এখনও কাবুলে আটকে রয়েছেন ২০০-র বেশি ভারতীয়। এর মধ্যে মধ্যে অনেক আধা সামরিক বাহিনীর জওয়ানেরাও রয়েছেন।
অন্যদিকে, এদিন দেশ ছেড়ে প্রাণে বেঁচে পালাতে উন্মত্ত আফগানরা বিমানবন্দরে প্রবেশ করে। তারপরেই যেকোনো ভাবে হোক বিমানে চেপে বসতে উদ্যত হয়। শুরু হয় হই হট্টগোল। দেখা যায় চরম বিশৃঙ্খলা।
আরও পড়ুন: Breaking: আফগানিস্তানে আটক মার্কিন-আফগানদের উদ্ধারে আরও ১০০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা
এমন পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উন্মত্ত আফগান জনতার উপর মার্কিন সেনারা গুলি চালায় বলে অভিযোগ। তাতে মৃত্যু হয় দুই আফগান নাগরিকের। এই ঘটনায় অস্বস্তিতে পড়তে হয় মার্কিন প্রশাসনকে। এই ঘটনায় বিশৃঙ্খলা আরও চরমে পৌঁছয়। যার ফলে পদপিষ্ট হয়ে দশ অবতার নাগরিকের মৃত্যু হয়। এছাড়া আহত আরও ১০। এমনটাই জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।