কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আনুষ্ঠানিকভাবে শুরু হল চারধাম যাত্রা। মঙ্গলবারই গঙ্গোত্রী মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল। এদিন সকালে গঙ্গোত্রীধামে উপস্থিত হয়ে যাত্রার সূচনা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি মন্দিরে পুজোও দেন। একইসঙ্গে যমুনোত্রী মন্দিরের দরজাও এদিন থেকে খুলে দেওয়া হয়। কেদার-বদ্রীনাথের মন্দির খুলবে আগামী ৬ মে থেকে।
উত্তরাখণ্ড সরকার জানিয়ে দিয়েছে, চারধাম যাত্রায় যেতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা সম্পূর্ণ টিকাকরণের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এদিন গঙ্গোত্রী মন্দিরে পুরোহিতদের সঙ্গেও কথা বলেন ধামি। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে সরকার খেয়াল রাখবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় ভিড় তারাপীঠ, মেদিনীপুরের বর্গভীমা মন্দিরেও
প্রতিবছর গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে লাখো মানুষের সমাগম হয়। কিন্তু, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর ভক্ত-সংখ্যায় নিয়ন্ত্রণ আনা হয়েছে। গঙ্গোত্রীতে দিনপ্রতি ৭ হাজার এবং যমুনোত্রীতে ৪ হাজার পুণ্যার্থীকে ঢোকার অনুমতি দেওয়া হবে। বদ্রীনাথে সেই সংখ্যাটা হল ১৫ হাজার এবং কেদারনাথে ১২ হাজার ভক্ত দর্শন করতে পারবেন। হিন্দুধর্ম অনুসারে এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগীরথ শিবের জটা থেকে গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন: Bengal Weather: বুধবার পর্যন্ত বঙ্গে স্বস্তির আভাস, পরে বাড়তে পারে তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস
এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেদারনাথ দর্শনে আসতে পারেন বলে সরকারি অলিন্দে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে কবে তা নিয়ে কোনও গুঞ্জন ওঠেনি এখনও। যতদূর শোনার যাচ্ছে, কেদারের দরজা খোলার দিনই মোদি আসতে পারেন। মুখ্যমন্ত্রী ধামি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। অন্যদিকে, রাজ্যের পর্যটনমন্ত্রী সৎপাল মহারাজ বলেছেন, চারধামের প্রথম পুজোই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে।