কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মার্কিন-কানাডা সীমান্ত (Canada-U.S. border) থেকে উদ্ধার হওয়া চারটি দেহ গুজরাতের (Gujrat) একটি পরিবারের। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওই দেহগুলি শনাক্ত করার কথা জানাল কানাডা সরকার। সেই দেশের সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মৃত চারজনের নাম জগদীশকুমার প্যাটেল (৩৯), তাঁর স্ত্রী বৈশালীবেন প্যাটেল (৩৭), ওই দম্পতির ১১ বছরের মেয়ে বিহঙ্গী প্যাটেল ও তিন বছরের ছেলে ধার্মিক প্যাটেল৷
কানাডিয়ান রয়্যাল মাউন্টেড পুলিস (The Royal Canadian Mounted Police) জানিয়েছে, নথি ছাড়াই ওই পরিবারটিকে অবৈধভাবে কানাডা থেকে আমেরিকায় ঢোকানোর চেষ্টা হচ্ছিল। যাত্রাপথে অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে ওই চারজনের৷
২০ জানুয়ারি মার্কিন সীমান্তের কাছে এই চারজনের মৃতদেহ উদ্ধার করে কানাডার পুলিস৷ প্রাথমিক তদন্তের পর পুলিসের মনে হয়, মৃতরা একই পরিবারের সদস্য৷ মৃতদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক, বাকি দু’জন নাবালক। এই ঘটনায় মার্কিন পুলিস স্টিভ শ্যান্ড নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করে। তার বিরুদ্ধে অভিযোগ, নথি ছাড়াই ওই ভারতীয় পরিবারকে সীমান্ত পেরিয়ে কানাডা থেকে আমেরিকায় ঢুকতে সাহায্য করেছিল৷
আরও পড়ুন- Building Collapses: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, নীচে চাপা পড়ে একাধিক
মার্কিন এজেন্সির কাছে আগে থেকেই খবর ছিল, কানাডা থেকে পাঁচ জনের একটি দল সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢুকতে চলেছে৷ সেইমতো কানাডার পুলিসকে সতর্ক করা হয়৷ কিন্তু তার আগেই মিনেসোটা সীমান্ত থেকে ১২ মিটার দূরে চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিস৷ এরপরেই তদন্ত শুরু করে পুলিস। ময়নাতদন্ত করা হয় ওই চারটি দেহের। রিপোর্ট এলে পরিচয় জানা যায়। সূত্রের খবর, পরিবারটি কানাডায় ঘুরতে যাওয়ার জন্য গুজরাতের দিঙ্গুচা গ্রাম থেকে দিনকয়েক আগেই রওনা দিয়েছিল। পথেই ওই পরিবার মানব পাচার চক্রের শিকার হয়।
Canada govt confirms identities of four Gujarati speaking Indian nationals who died near Canada – America border due to extreme cold, while trying to illegally crossover to America. They are same four who had left Dingucha village of North Gujarat a few days ago for Canada tour. pic.twitter.com/9MAI7Vts74
— DeshGujarat (@DeshGujarat) January 28, 2022