রায়পুর: ছত্তীসগড়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে জওয়ানের গুলি৷ তাতে মৃত্যু হয়েছে চার জওয়ানের৷ আহত হয়েছেন আরও ৩ জন৷ তাদের মধ্যে দু’জনকে চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয়েছে রায়পুরে৷ এই ঘটনায় তড়িঘড়ি সিআরপিএফের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: ‘লালফৌজের কাছে আত্মসমর্পণ ভারতীয় সেনার!’, চীনা সাংবাদিকের টুইট ঘিরে তোলপাড় নেট দুনিয়া
সোমবার কাকভোরে সুকমা জেলার লিঙ্গালপল্লীর একটি আধা সামরিক বাহিনীর ৫০তম ব্যাটেলিয়ানের ক্যাম্পে আচমকাই গুলির শব্দ শোনা যায়৷ জানা গিয়েছে, রীতেন রঞ্জন নামে এক জওয়ান গুলি চালান তাঁর সহকর্মীদের উপর৷ এতে গুরুতর আহত হন সাত জন৷ সকলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে চারজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ দু’জনকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওা হয়েছে রায়পুর হাসপাতালে৷ অন্য একজনের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে৷
আরও পড়ুন: কানপুরে বাড়ছে জিকা সংক্রমণ, নতুন করে আক্রান্ত ১০ জন
এই ঘটনার পরই অভিযুক্ত জওয়ানতে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ সিআরপিএফের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷