ওয়েব ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University) মামলায় এবার বড় ধাক্কা খেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকার। শুক্রবার বিদেশি ছাত্রদের ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বস্টনের ফেডারেল আদালত।
ইতিপূর্বে, বিদেশি ছাত্রদের ভর্তির বিষয়ে একাধিক বিধিনিষেধ আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মামলার ভিত্তিতেই নির্দেশ দিল আদালত। ট্রাম্প সরকার ছয় দফায় শর্ত দিয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষকে। সেই নির্দেশিকায় জানানো হয়েছিলম ৭২ ঘণ্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তবেই তারা নয়া শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন।
আরও পড়ুন: বিশ্ববাসী বুঝেছে ,সন্ত্রাস মানেই পাক মদত, তোপ দাগলেন শাহ
এমতাবস্থায় শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার বলেন, ট্রাম্প সরকারের পদক্ষেপ বেআইনি এবং অযৌক্তিক। সরকারের পদক্ষেপের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই তাঁরা আদালতে আইনি আবেদন দাখিল করেছেন। তারপরই বিদেশি পড়ুয়া ভর্তির উপর ট্রাম্প সরকারের জারি করা বিধিনিষেধ স্থগিত করেছে বস্টনের ফেডারেল আদালত।
প্রসঙ্গত, ইজরায়েল-হামাস সংঘর্ষের আবহে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইহুদি বিদ্বেষ ছড়ানো হচ্ছে অভিযোগ তোলে হোয়াইট হাউস। এদিন সকালেও ভিসা দেওয়া বন্ধ নিয়ে ট্রাম্প সরকারের আর এক নির্দেশিকাকে স্থগিত করেছিলেন ক্যালিফর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেফ্রি হোয়াইট। হার্ভাডে এই মুহূর্তে যারা পড়াশোনা করছেন, তাঁদের দ্রুত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার নির্দেশ দিয়েছিল ওভাল অফিস। ২২ মে ভিসা বাতিল করার কথাও বলেন আমেরিকার নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়াম।
এদিন বিচারক হোয়াইট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। বিচারক জানান, এ ভাবে পড়ুয়াদের ভিসা বাতিল করা যাবে না। কারণ ৩৮৯ বছরের প্রাচীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৭০০০ পড়ুয়ার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ বিদেশি পড়ুয়া।
দেখুন আরও খবর: