আজ মকর সংক্রান্তি। সংক্রান্তি শব্দটা এসেছে সংস্কৃত শব্দ সংক্রমনা থেকে অর্থাত যাত্রার শুরু। পূরাণ অনুযায়ী আজকের দিনেই সূর্য দেব পুত্র শনি দেবের কাছে ঘুরতে যান। মকর রাশির অধিপতি হলেন শনি দেব। তাই সূর্যের প্রবেশ হয় মকর রাশিতে। এই দিনই সূ্র্যের দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়নের শুরু। তাই দেশের অনেক জায়গায় মকর সংক্রান্তিকে উত্তরায়ণও বলা হয়।
সৌর চক্রের সঙ্গে যোগ রয়েছে মকর সংক্রান্তির তাই প্রত্যেক বছরই এই একই দিনে পালিত হয় সংক্রান্তি। দেশের বিভিন্ন প্রান্তে শস্যেত্সব হিসেবেও পালিত হয় আজকের দিনটি।
সাধারণত দু’দিন ধরে উদযাপিত হয় সংক্রান্তি, সূর্য দেবের পুজো করে, পূণ্যলাভের আশায় গঙ্গায় পূণ্যস্নান করে এবং অন্ন ও বস্ত্রদান করেন অনেকেই। বৈচিত্রে ভরা এদেশের বিভিন্ন প্রান্তে নানা কারনে, নানা ভাবে উদযাপিত হয় মকর সংক্রান্তি। অনেক জায়গায় শস্যোত্সব হিসেবেও পালিত হয় মকর সংক্রান্তি। ঘুড়ি ওড়ানো, গুঁড় ও তিল দিয়ে তৈরি করা হয় নানা রকমের মিষ্টি। বাঙালীরা যেমন এদিন পৌষ পার্বন উপলক্ষে অনেক জায়গায় যেমন উত্তর প্রদেশের কিছু জায়গায়, ঝড়খণ্ড ও বিহারে খিচুড়ি খাওয়ার চল রয়েছে এদিন।
কথিত আছে, এমনিতে বাবা ছেলের বনিবনা একেবারেই হয়না, কিন্তু এই মকর সংক্রান্তির দিন পুরোনো তিক্ততা ভুলে ছেলে শনি দেবের কাছে আসেন বাবা সূর্য দেব। এই যোগের কারণেই আজকের দিনটি হিন্দু ধর্মান্বলিদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের দিনটিই শুভ বলে মানা হয় তাই নানারকমের ধর্মাচরণ ও অনুষ্ঠান পালন করা হয় আজকের দিন। তাই জোত্যিষশাস্ত্রে সম্পর্কের দিক দিয়ে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টা বলা হয় প্রায় এক মাস শনি দেবের গৃহে থাকেন সূর্য দেব। এই অবস্থানের বদলে প্রভাবিত হয় রাশিচক্র। সৌর চক্রের এই পরিবর্তনে ভাল ফল পেতে বেশ কিছু নিয়ম মেনে কাজ করতে বলা হয়। যেমন-
১. এদিন বাড়ি ঘর ভাল করে পরিষ্কার করবেন। বিশেষ করে পুজোর জায়গা।
২. পুজো করার আগে সকাল সকাল স্নান সেরে নেওয়া ভাল।
৩. পুজোতে বসার আগে মাথায় মাথায় চাল, চন্দন ও সিঁদুরের তিলক কেটে নিন।
৪. পুজোর থালায় আরাধ্য কে কালো ও সাদা তিলের নাড়ু দিতে পারেন। দানে সামগ্রীর ওপর চাল ছিটিয়ে দান করুন।
৫. সূর্য দেবের পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে ১২ বার সূর্য মন্ত্রের জাপ করে নিন।
৬. দরিদ্র নারায়ন সেবা করুন।