লাইফস্টাইল: এই গরমে বোতলে জল রাখলে কয়েক মিনিটের মধ্যেই সেটা গরম হয়ে যায়। ফলে গরমে ঠান্ডা জল পেতে রেফ্রিজারেটরের ঠান্ডা জলই ভরসা। কিন্তু, বেশিবার ফ্রিজের জল খেলেই ঠান্ডা লেগে যেতে পারে। তাই রেফ্রিজারেটর ছাড়াই প্রাকৃতিক উপায়ে বাড়িতেই পেতে পারেন ঠান্ডা পানীয় জল (Drinking Water)।
আরও পড়ুন: বাড়িতে পিঁপড়ের উপদ্রব! জেনে নিন কীভাবে রেহাই পাবেন
আগেকার দিনে মা-ঠাকুমারা জল ঠান্ডা রাখার জন্য মাটির মটকা বা কুঁজো ব্যবহার করতেন। ইদানিংকালে অনেকেই গরমে স্বস্তি পেতে সেই পুরানো পদ্ধতি ব্যবহার করছেন। কুঁজোর জল (Earthen Pot Water) সাধারণভাবে ঠান্ডা হয়, ফলে কোনওরকম শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি নেই।
আরও খবর দেখুন