নতুন বছরে চটজলদি মুখের জেল্লা ফেরাতে দারুণ কার্যকরী টমেটো। ইদানীং ফল থেকে সবজি ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যায় ব্যবহার করেছেন অনেক কিছুই। তবে টমোটো কি কখনও ব্যবহারে করেছেন? অনেকেই তৈলাক্ত ত্বকে টমোটো ব্যবহার করেন। তবে শুধু তৈলাক্ত নয় টমোটোর এত গুন যে ত্বকের পরিচর্যায় এবং ত্বকের জেল্লা বাড়াতে টমেটোর তৈরি বিভিন্ন রকমের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। যেমন-
উপকরণ:
টমেটো (চটকে নিতে হবে)- ১টি
মধু- ১ টেবিল চামচ
কীভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে চটকে রাখা টমেটো নিয়ে তাতে মধু মিশিয়ে দিন। ভাল করে মিশিয় এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট মুখে রেখে ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। এরপর মুখ নরম তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন। ভাল ফলে পেতে এই প্যাক নিয়মিত ব্যবহার করুন।
উপকরণ:
টমেটো (চটকে নিতে হবে)- ১টি
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
কীভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে চটকে রাখা টমেটো নিয়ে তাতে হলুদ মিশিয়ে দিন। ভাল করে দুটি উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এবার এই মাস্ক ১৫ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন। পনেরো মিনিট পর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ মুছে এবার ময়শ্চারাইজ করে নিন। টমেটো ত্বকে জেল্লা আনবে এবং হলুদ ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে। রোদে পোড়া ত্বক সারিয়ে তুলতে এই প্যাক ভীষণ কার্যকরী।
উপকরণ:
টমেটো (চটকে নিতে হবে)- ১টি
টক দই- ১ টেবিল চামচ
কীভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে চটকে রাখা টমেটো নিয়ে তাতে দই মিশিয়ে দিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট মুখে রেখে ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবং মুখ মুছে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ইয়গহার্ট বলি রেখা, কুচকানো চামড়া ও ত্বকের মৃত কোষ পরিষ্কার করে ।
(ছবি সৌজন্য: Unsplash)