কলকাতা টিভি ওয়েবডেস্ক: দেশ থেকে এখনও যায়নি করোনার দ্বিতীয় ঢেউ। তারমধ্যে ঘাড়ের কাছেই নি:শ্বাস ফেলছে তৃতীয় ঢেউ। ইতিমধ্যই দেশের মধ্যে ৪৪ টি জেলায় সংক্রমণের হার অধিক বলে জানানও হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে। তারই মধ্যে করোনা সংক্রমণের জেরে রাজ্যে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২৬। মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫,৩০,৮৫০ জন। সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৫ জন। সেইসঙ্গে মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৮০ জনের। অন্যদিকে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ।
আরও পড়ুন: বাজ পড়ে ১৭ জন বরযাত্রীর মৃত্যু
প্রতিদিনের মতোই সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা ৭৭। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং ৬৪। নদিয়া রয়েছে চতুর্থ স্থানে সংক্রমণে আক্রান্তের সংখ্যা সেখানে ৫৭। পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। যেখানে আক্রান্তের সংখ্যা ৫৬।
আরও পড়ুন: অবহেলার মধ্যেই মহারাজ নন্দকুমারের স্মৃতি বিজড়িত ফাঁসির স্থান
মৃত্যুর হারেও এগিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়া, মৃত্যু ২ জনের। তৃতীয় স্থানের কালিম্পং ১, চতুর্থ স্থানে রয়েছে বাঁকুড়া ১। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা, মৃত্যু হয়েছে ১ জনের।
উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের পক্ষ জানানও হয়, ভারতের ৪৪টি জেলায় প্রতি সপ্তাহে ১০ শতাংশের বেশি মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। কোন কোন রাজ্যে সেই সকল জেলাগুলি রয়েছে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে ওই ৪৪ জেলার তালিকায় পশ্চিমবঙ্গের কোনও জেলা নেই।