কলকাতা টিভি ওয়েবডেস্ক: দেশজুড়ে আতঙ্ক বাড়ছে করোনার তৃতীয় ঢেউয়ের। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ডেল্টা ভেরিয়েন্ট আক্রান্ত হয়েছেন বহু মানুষ। দেশের প্রতিটি রাজ্যের এলাকাভিত্তিক বিধিনিষেধ জারি করা হয়েছে। চলছে নাইট কার্ফুও। তার মধ্যেই গত ২৪ ঘন্টায় ফের বাড়ল সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। সেইসঙ্গে দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২ ।
আরও পড়ুন: করোনাকালে ৮০ কোটির বেশি ভারতীয় বিনামূল্যে রেশন পেয়েছে: মোদি
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। অন্যদিকে ৪৩ হাজার ৯১০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। দেশে সুস্থতার হার সামান্য বেড়ে ৯৭.৩৯ শতাংশ।
আরও পড়ুন: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা
দেশজুড়ে মোট সুস্থ রোগীর সংখ্যাও কিছুটা বেড়েছে। গত ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন তিন কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন। দেশজুড়ে ৪৮ কোটির মতো করোনা টেস্ট ইতিমধ্যেই করা হয়েছে। ৫০.৬৮ শতাংশ ভ্যাকসিনেশন ইতিমধ্যেই কার্যকর করা গিয়েছে।