বহু দিনের বাগান করার স্বরপ্নপূরণ করেছেন প্যান্ডেমিকের সময়। আপনার হাতে বেড়ে ওঠা গাছগুলি দেখলে খুশিতে মন ভরে যায় আপনার। সবুজের ছোঁয়ায় ভরে উঠেছে মন প্রাণ। এবার ভাবছেন আরও বিস্তৃত করবেন বাগান, ইচ্ছে আছে কিন্তু ইন্ডোর প্ল্যান্টস রাখার। তবে কি রাখবেন আর কি রাখবেন এই নিয়ে একটু ধন্দে আছেন। এই সমস্যার একট সহজ পথ আছে। বাড়িতে লাগিয়ে ফেলুন গোলাপ, ল্যাভেন্ডার, জুঁই ফুল, জবা ফুল ও গাঁদা ফুল। যদি ইতিমধ্যেই এগুলি আপনার বাড়িতে থাকে তাহলে তো কথাই নেই। এতদিন এদের দেখে মু্গ্ধ হয়েছেন। তা জানেন কি রূপচর্চাতেও দারুন উপকারী এই পাঁচটি ফুল?
গোলাপ ফুল
গোলাপ ফুলের কার্যকারিতা আমাদের অনেকেরই জানা। গোলাপ জল ও গোলাপ পাতার নির্যাস ত্বকের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে আপনার ত্বক যদি তৈলাক্ত হয়। গোলাপের পাতায় অ্যান্টিব্যাক্টেরিয়াল কার্যকারিতা রয়েছে। তাই ব্রণর সমস্যায় এটি বেশ কার্যকরী। এছাড়াও ক্লেনজার ও টোনার হিসেবে ব্যবহার করা যায়। এমনকি ন্যাচারাল ডিওডোরেন্ট হিসেবেও ব্যবহার করা যায়।
জবা ফুল
অনেকেই হয়ত জানেন না অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে দারুন কাজ করে এই জবা ফুল। এছাড়া চুলের পরিচর্যায় জবা ফুলের ব্যবহার দীর্ঘদিনের। চুল লম্বা করে এবং চুলের স্বাস্থ্য ভাল রাখে। ত্বকের মৃত কোষ পরিষ্কারের কাজও ভীষণ ভাল করে জবা ফুল।
ল্যাভেন্ডার
এসেনশিয়াল অয়েল হিসেব ল্যাভেন্ডার যথেষ্ট জনপ্রিয়। এই ফুলের মিষ্টি গন্ধ মনে প্রশান্তি এনে দেয়। এদিকে এর অ্যান্টিব্যাক্টেরিয়ার ও অ্যান্টিসেপ্টিক কার্যকারিতাও রয়েছে। এর ফলে ত্বকের নানা সমস্যায় এটি বেশ কার্যকরী। আবার ত্বকের সিবামের নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে।
জুঁই
জুঁইয়ের মন মাতানো গন্ধে অনেকে যেমন মুগ্ধ অনেকের আবার মাথা ব্যাথ্যাও হয়। তবে আপনি এটা জানানেন কি এই ফুলে থেকে বিশেষভাবে নির্যাস হিসেবে বার হয় এক প্রকারের মোম জাতীয় পদার্থ। যা বিভিন্ন প্রসাধনী বানানোর কাজে ব্যবহার হয়। এই নির্যাস ত্বককে নরম রাখে এবং আর্দ্রতা জোগায়।
গাঁদা ফুল
উত্সবের মরসুমে বাড়ি সাজিয়ে তুলতে গাঁদা ফুলের সত্যি জুড়ি মেলা ভার। এমন উজ্জ্বল রঙের এই ফুলে বাড়ির চেহারা নিমেষে বদলে যায়। তবে আপনি কি এটা জানেন শুধু পুজো বা পুজো এবং অনুষ্ঠান উপলক্ষে সাজানোর কাজেই নয় গাঁদা থেকে তৈরি হওয়া ক্যালেডুলা অয়েল ভীষণ কাজের। এর অ্যান্টিইনফ্লেমেটারি কার্যকারিতা রয়েছে যা ত্বকের জ্বালা যন্ত্রণা দূর করতে সাহায্য করে।