কলকাতা: আর কিছুক্ষণের অপেক্ষা, শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। ইংল্যান্ডের কেনিংটন ওভাল (Kennington Oval) স্টেডিয়ামে মুখোমুখি ভারত (India) এবং অস্ট্রেলিয়া (Australia)। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ৩টেয়। মাঠে বসে এই ম্যাচ দেখার মজাই আলাদা, তবে সবার পক্ষে তো তা সম্ভব নয়, অতএব ভরসা টিভি, মোবাইল। কিন্তু এই ম্যাচ ভারতে কোন চ্যানেলে, কোন অনলাইন অ্যাপে দেখা যাবে জানেন কি?
সাধারণত ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট খেলা সোনি নেটওয়ার্ক সম্প্রচার করে। কিন্তু এই ফাইনাল সম্প্রচার করছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports)। টিভিতে স্টার স্পোর্টস ১ এবং স্টার স্পোর্টস ১ এইচডি (Star Sports 1 HD) চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ। মোবাইলে দেখতে চাইলে রয়েছে ডিজনি-হটস্টার।
প্রসঙ্গত, দুই বছর আগেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সাউদাম্পটনের মাঠে নিউজিল্যান্ড পেসারদের দাপটে হেরে গিয়েছিল তারা। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ১০ বছর পর আইসিসি ট্রফি জয়ের সুযোগ এসেছে। সেই ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেটাই শেষ আইসিসি ট্রফি। এবার ফের সেই ইংল্যান্ডের মাঠেই খেলা, তবে ফর্ম্যাট আলাদা।
আরও পড়ুন: WTC Final 2023 | কোহলি-রোহিতদের বিরুদ্ধে অজিদের টোটকা সেই পেস-অ্যাটাক
আইসিস ট্রফি জয়ের খরা কি বাড়তি চাপ সৃষ্টি করেছে? একেবারেই মানতে চাননি ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, একদমই না। আমরা আইসিসি ট্রফি জেতা নিয়ে চাপ অনুভব করছি না। জিতলে অবশ্যই ভালো লাগবে। আইসিসির টুর্নামেন্ট জেতা নিশ্চয়ই দারুণ ব্যাপার। তবে সবকিছু বিচার করলে দেখা যাবে, এটা হল দু’ বছরের পরিশ্রমের চূড়ান্ত পরিণতি। দু’ বছরের সাফল্য এই জায়গায় এনেছে। তাই টেবিলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তা থেকে ইতিবাচক অনেক কিছু আছে, অস্ট্রেলিয়ায় (Australia) সিরিজ জয়, এখানে (ইংল্যান্ডে) সিরিজ ড্র। শেষ পাঁচ-ছয় বছরে বিশ্বের যেখানেই খেলেছে সেখানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে ভারত।
‘দ্য ওয়াল’ (The Wall) আরও বললেন, আইসিসি ট্রফি জিতি কি না জিতি, ওই বিষয়গুলো বদলে যাবে না। বৃহত্তর চিত্র সেটাই। তবে অবশ্যই, যে কোনও ম্যাচ জিততে ভালো লাগে। এটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ফলাফল আমাদের পক্ষে দারুণ লাগবে। ১৯৮৩ এবং ২০০৭ সালের ট্রফি জয়ে ভারতে সাদা বলের ক্রিকেটের শ্রীবৃদ্ধি ঘটেছিল। এই ফাইনাল জিততে পারলে কি তা টেস্ট ক্রিকেটের (Test Cricket) স্বাস্থ্যোন্নতি ঘটাবে? এ নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে দ্রাবিড়ের।