কলকাতা: উৎসবের মরশুমে পেট্রোল-ডিজেলের উত্পাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র। আর তাতেই চাপ বাড়ছে পশ্চিমবঙ্গসহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে। কেন্দ্র শুল্ক কমানোর পর ২২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল নিজেদের ভ্যাট কমিয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ ১৪টি রাজ্য ভ্যাট কমায়নি। এই তথ্যই সম্প্রতি রিপোর্ট আকারে প্রকাশ করেছে কেন্দ্র৷ সেই রিপোর্টকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি। সাধারণ মানুষও রিপোর্ট নিয়ে চর্চা-বিতর্ক শুরু করেছেন৷
কারণ, বিজেপি ছাড়াও কংগ্রেস শাসিত পঞ্জাবেও ভ্যাট কমানো হয়েছে৷ কিন্তু, বাংলায় কমানো হয়নি৷ এরফলে, রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষের মনেও একটাই প্রশ্ন, কেন পশ্চিমবঙ্গ সরকার ভ্যাট কমাচ্ছে না? অথচ, গত পনেরো-কুড়ি দিন ধরে লাগাতার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব৷ এই ইস্যুতেই ক্রমশ রাজ্যের উপর চাপ বাড়তে শুরু করেছে৷
এই ইস্যুতেই সোমবার বিজেপির রাজ্য সদর দফতর থেকে মিছিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভা অন্দরে প্রথম সরব হতে চলেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।
বিজেপি নেতা দিলীপ ঘোষ ফেসবুকে লেখেন, “কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেলের এক্সাইজ় ডিউটি কমানোর ফলে লিটার প্রতি পেট্রোলের দাম কমল ৫ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম কমল ১০ টাকা। এবার নিজেদের জনদরদী বলে দাবি করা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে ভ্যাট কম করা।”
আরও পড়ুন-পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির মিছিল, গোলমালের আশঙ্কা
দিলীপের আরও বক্তব্য, “পেট্রোল -ডিজেল নিয়ে এবার আমাদের আন্দোলন করতে হবে। কেন্দ্রীয় সরকার যে রাস্তা দেখিয়েছে, মানুষের কষ্ট দূর করার জন্য রাজ্য সরকারের তা সহযোগিতা করা উচিত। তাদের তরফে কিছুটা ত্যাগ করা উচিত। ওরা সব দিক থেকে লাভ নেবে, এদিকে কেন্দ্রের সমালোচনা করবে! মানুষের কষ্টের কোন ভাগ নেবে না তা হয় না, দায়িত্ববোধের পরিচয় দিতে হবে রাজ্য সরকারকেও।”
এতদিন পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে দুষছিল রাজ্য। কিন্তু দাম কমার পর শাসকদলের গলায় অন্য সুর। শাসকদলের নেতৃত্বের পাল্টা যুক্তি, উপনির্বাচনে হারের পর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে গেরুয়া শিবির।