কলকাতা: উপনির্বাচনে(By-Election) বিজেপিকে ৪-০ তে গোল দিয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)৷ তার মধ্যে আবার তিন কেন্দ্রের বিজেপির (BJP) প্রার্থীর জামানত জব্দ হয়েছে৷ এই আবহে পুরভোট সেরে নিতে চাইছে রাজ্য সরকার৷ সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই ভোট করাতে চেয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিচ্ছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর৷ কারণ, কলকাতা, হাওড়া,শিলিগুড়ির মতো একাধিক বড় ও গুরুত্বপূর্ণ পুরসভায় দীর্ঘদিন নির্বাচন হয়নি৷ কিন্তু সূত্রের দাবি, নির্বাচন কমিশনকে পাঠোনো চিঠিতে ১৯ ডিসেম্বর ২০২১ হাওড়া ও কলকাতায় পুরভোটের দাবি করা হবে বলেও জানা গিয়েছে৷
এতদিন বিরোধীরা পুরভোট করানোর দাবি করে আসছিল৷ এখন শাসক দল তৃণমূল কংগ্রেসও পুরো ভোটের জন্য প্রস্তুত আছে বলে জানানো হয়েছে৷ শাসক দলের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, আমরা পুরো ভোটের জন্য সব রকমভাবে প্রস্তুত রয়েছি৷ যে কোনও সময় ভোট করাতে পারে নির্বাচন কমিশন৷
আরও পড়ুন-দিশাহীন কংগ্রেসের জামানত জব্দ, অধীর মানলেন সংগঠনের অভাব
রাজ্যের ১১২ পুরসভায় পুর বোর্ডের মেয়াদ বহুদিন আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে৷ ২০২০ সালে ওই পুরসভা গুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল৷ কিন্তু, করোনা অতিমারির কারণে তা সম্ভব হয়নি৷ বাধ্য হয়ে পুরসভা গুলিতে কোথাও পুর প্রশাসক, কোথাও পুর কমিশনার দিয়ে কাজ চলছে। বর্তমানে রাজ্যের করোনা সংক্রমণ পরিস্থিতি অনেকটাই ভাল। এই আবহে বিধানসভা ভোটও হয়েছে। এবার পুর ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হল৷