মালদা: মালদার (Malda) একটি ভিডিও (Video) সমাজ মাধ্যমে (Social Media) ঝড় তুলেছে। তাতে দেখা যাচ্ছে দুই মহিলাকে (Women) মারধর (Beaten) করা হচ্ছে। অর্ধনগ্ন (Half Naked) করে মারধর করা হচ্ছে। নির্যাতিতা এক মহিলার মেয়ে জানিয়েছেন, তাঁর মা ও কাকিমাকে পুলিশ চুরির (Theft) অভিযোগে গ্রেফতার করেছে। তিনি বলেন, আমার মা ও কাকিমা মঙ্গলবার বাজারে গিয়েছিলেন কিছু লিবু বিক্রি (Lemon Sell) করতে। সেখানে একটি মিষ্টির দোকানি তাঁদেরকে লেবু চুরি করেছে বলে অভিযোগ তোলে। তারপর অনেকেই জড়ো হয়ে আমার মা ও কাকিমাকে মারধর করে। তাঁদেরকে বিবস্ত্র করা হয়। এটা অবিচার। অথচ আমার মা ও কাকিমা মালদার জেলে রয়েছেন। এক সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে আমরা এই খবর পেয়েছি। আমরা তাঁদেরকে দেখতে গিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছে সোমবার তাঁদেরকে ছাড়া হবে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাটি তিন-চার দিন আগেকার। মালদার পাকুয়াহাটে স্থানীয় মানুষজন দুই মহিলাকে ধরে রাখেন। চুরির অভিযোগ তোলেন তাঁদের বিরুদ্ধে। তাঁদেরকে মারধর করা হয়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কিছু মহিলা ওই দুই মহিলাকে মারধর করছে। যদিও এই বিষয়ে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।
আরও পড়ুন: Loksava Vote 2024 | ঘণ্টা বাজল লোকসভা ভোটের, এ রাজ্যে প্রস্তুতি শুরু মুখ্য নির্বাচনী আধিকারিকের
উল্লেখ্য, কয়েক দিন আগে মণিপুরে দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র ঘোরানোর ভিডিও সামনে আসে। যে ভিডিও ভাইরাল হয়। প্রতিবাদে ফেটে পড়ে দেশ। সমাজের বহু বিশিষ্ট মানুষ প্রতিবাদে সোচ্চার হন। ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে। সেই ঘটনার পর থেকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মণিপুরে। মহিলারা প্রতিবাদে, ক্ষোভে ফেটে পড়েছেন। তারই মধ্যে মালদায় মহিলাকে প্রকাশ্যে অর্ধনগ্ন করে মারধরের ভিডিও বিতর্কের ঝড় তুলেছে।