বারাসত: বৃদ্ধা মায়ের (Mother) সই জাল করে সম্পত্তি ব্যাঙ্কে (Bank) বন্ধক রেখে লোন তুলে নেওয়ার অভিযোগ (Allegation) উঠল দুই ছেলের (Son) বিরুদ্ধে। এমনকি প্রতিবাদ করতে গেলে প্রাণে মারার হুমকিও দেওয়া হত বৃদ্ধাকে। উপায় না দেখে শেষ পর্যন্ত বারাসত থানার দ্বারস্থ হলেন অসহায় বৃদ্ধা।
বারাসত থানার হৃদয়পুর বিবেকানন্দ সরণির বাসিন্দা আশালতা সাহা (৭৮)। অভিযোগ, দুই ছেলে সুভাষ ও প্রবীর দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছে। তাঁর নামে থাকা জমি একটি বেসরকারি ব্যাঙ্কে বন্ধক রেখে দুই ছেলে ঋণ নেয়। এই অবস্থায় ঋণ পরিশোধের জন্য বৃদ্ধাকে ব্যাঙ্ক থেকে একাধিকবার চিঠি পাঠানো হয়। এরপরই গোটা ঘটনা জানিয়ে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আশালতা ।
আরও পড়ুন:লোকসভা ভোটে বিজেপি কারচুপি করবে, আগেভাগেই আশঙ্কা মমতার
এরপরেই বারাসত পুলিশ জেলার সুপার বারাসত থানাকে অভিযোগ লিপিবদ্ধ করতে নির্দেশ দেন। সেইমতো বৃহস্পতিবার সকালে দুই পুত্র ও এক পুত্রবধূর বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশালতা। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। যদিও এ বিষয়ে অভিযুক্ত দুই ছেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।